ইউরিয়া সারে উদ্ভিদের কোন পুষ্টি উপাদান বিদ্যমান থাকে?
ইউরিয়া সার গুটি আকারে ফসলের জমিতে এক মৌসুমে কয়বার প্রয়োগ করতে হয়?
আকার যদি ২.৭ গ্রাম হয় তবে বোরোতে কয়টি গুটি ব্যবহার করা যাবে?
ওজনের ভিত্তিতে কত ধরনের গুটি ইউরিয়া দেখা যায়?
গুটি ইউরিয়া ব্যবহারে কতভাগ নাইট্রোজেন সাশ্রয় হয়?
ধান চাষে ব্যবহৃত বিভিন্ন সারের মধ্যে প্রধান সার কোনটি?
ধানের চারা রোপণের কত দিনের মধ্যে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে?
রোপা আমনের ক্ষেত্রে ১ গ্রাম ওজনের জন্য কয়টি গুটি ইউরিয়া ব্যবহার করতে হয়?
জমিতে কী পরিমাণ পানি থাকলে গুটি ইউরিয়া ব্যবহার সহজ হয়?
গুটি ইউরিয়ার আকার যদি ১.৮ গ্রাম হয় তবে বোরো ধানে চারটি গুছির মাঝখানে কতটি গুটি প্রয়োগ করতে হবে?
আউশের জমিতে ৪টি গুছির মাঝে ০.৯ গ্রাম আকারের গুটি ইউরিয়া কতটি প্রয়োগ করতে হবে?
গুটি ইউরিয়ার ওজন কত গ্রাম হলে বোরো ধান চাষে একটি গুটি প্রয়োগই যথেষ্ট?
চারটি গুহির মাঝখানে আমন ধানে কত গ্রাম ওজনের দুটি গুটি ইউরিয়া ব্যবহার করতে হয়?
কত সেমি জমির গভীরে গুটি ইউরিয়া পুঁতে দিতে হয়?
কোনটি দানাদার ইউরিয়ার বৈশিষ্ট্য?
জমিতে দানাদার ইউরিয়া সারের ব্যবহারে কত ভাগ নাইট্রোজেন অপচয় হয়?
গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা-
i. ২০-৩০ ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয়.
ii. ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে
iii. ফলন ১৫-২০ ভাগ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধা হলো—
i. সময় ও শ্রম বেশি লাগে
ii. গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে
iii. শুকনো মাটিতে প্রয়োগ সহজ হয়
দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা হলো—
i. অপচয় বেশি হয়
ii. পানিতে দেরিতে গলে
iii. কয়েক কিস্তিতে প্রয়োগ করতে হয়