কোন পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশের কৃষকগণ ব্যাপকভাবে ধান- গম মৌসুম নির্ভরতা কাটিয়ে উঠবে?
মাটিতে সোডিয়াম ক্লোরাইড ও সালফেট লবণের ঘনত্ব বেড়ে গেলে ফসলের-
i. পুষ্টি উপাদান শোষণ বাধাগ্রস্ত হয়
ii. পানি শোষণ বাধাগ্রস্ত হয়
iii. স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
লবণাক্ত এলাকায় বোরো মৌসুমে চাষের জন্য অনুমোদিত জাত –
i. ব্রি ধান ৪৭
ii. ব্রি ধান ৫৩
iii. ব্রি ধান ৫৫
মধ্যম লবণাক্ততা এলাকার জন্য উপযুক্ত ফসল হলো—
i. বরবটি
ii. নাশপাতি
iii. মিষ্টি আলু
লবণাক্ত এলাকার স্থানীয় আমন জাতগুলো হলো—
i. রাজাশাইল
ii. কাজলশাইল
iii. বাজাইল
মাটির ওপরে লবণের স্তর পড়া বন্ধ করার জন্য -
i. মাটির উপরিভাগ আলগা করতে হয়
ii. জমি ভেজা থাকতেই চাষ দিতে হয়
iii. সেচ বা বৃষ্টিপাতের পর পরই নিড়ানি দিতে হয়