মাটিতে সোডিয়াম ক্লোরাইড ও সালফেট লবণের ঘনত্ব বেড়ে গেলে ফসলের-
i. পুষ্টি উপাদান শোষণ বাধাগ্রস্ত হয়
ii. পানি শোষণ বাধাগ্রস্ত হয়
iii. স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
কোন পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশের কৃষকগণ ব্যাপকভাবে ধান- গম মৌসুম নির্ভরতা কাটিয়ে উঠবে?
ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটানোর কৌশল হলো-
i. কৃত্রিম পরিবেশ সৃষ্টি
ii. বংশগতির পরিবর্তন
iii. পারী বা আগাম জাতের চাষ
মিশ্র চাষে বিভিন্ন প্রজাতির মাছগুলো—
i. জলাশয়ের বিভিন্ন স্তরে বাস করে
ii. বিভিন্ন স্তরের খাবার খায়
iii. পুকুরের পরিবেশ নষ্ট করে
মৌসুম নির্ভরশীলহীন ফসলের সুবিধা—
i. বেশি দাম পাওয়া যায়
ii. বৈদেশিক মুদ্রা আয় করা যায়।
iii. পুষ্টি সমস্যার সমাধান হয়
ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার ফলে -
i. বাজারে কৃষিপণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পায়
ii. গ্রামীণ কর্মশক্তি একটি নির্দিষ্ট সময়ে কাজের নিশ্চয়তা পায়
iii. বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটে