নিচের কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা + 2 ?
LiAIH4, এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত?
কোন যৌগে 'C' এর জারণ মান শূন্য?
সোডিয়াম টেট্রাথায়োনেট যৌগে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত?
অম্লীয় দ্রবণে KMnO4 দ্বারা নিচের কোনটি জারিত হয়?
কোর্নটি আয়োডিমিতির উদাহরণ?
10g FeSO4 কে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে?
5g Na2SO3 দ্বারা কী পরিমাণ ।2 কে বিজারিত করা যায়?
জারণ-বিজারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ -
i. ইলেকট্রন বর্জন করে
ii. জারিত হয়
iii. ইলেকট্রন গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
সমতাকরণের আয়ন- ইলেকট্রন পদ্ধতিতে-
i. দুটি অর্ধবিক্রিয়া যোগ করে আয়নিক সমীকরণ পাওয়া যায়
ii. জারণ অর্ধবিক্রিয়ার বামদিকে ইলেকট্রন সংখ্যা যোগ করতে হয়
iii. আণবিক সমীকরণ পেতে দর্শক আয়ন প্রয়োজন হয়
Br- + BrO3- + 6H+ → Br3 + 3H2O; এ বিক্রিয়াটিতে-
i. Br- বিজারক
ii. BrO-3; এর বিজারণ ঘটেছে
iii. H+' জারক
জারণ সংখ্যা সম্পর্কিত কিছু তথ্য হলো-
i. HCIO3 যৌগে CI এর জারণ সংখ্যা +5
ii. ICI, IBr যৌগে । এর জারণ সংখ্যা +1
iii. সাধারণ অক্সাইডে ০ এর জারণ সংখ্যা -2
জারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য
i. মৌল বা মূলক ইলেকট্রন ত্যাগ করে
ii. ঋণাত্মক যৌগমূলক যুক্ত হয়
iii. মৌলের যোজ্যতা কমে
বিজারণ বিক্রিয়ায়-
i. পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে
ii. ঋণাত্মক আধান বৃদ্ধি পায়
iii. ধনাত্মক আধান হ্রাস পায়
KMnO4 -
i.. একটি জারক
ii. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ
iii. যৌগটিতে Mn এর জারণ সংখ্যা + 7
ব্লিচিং পাউডারে ক্লোরিনের জারণ মান-
i. +1
ii. 0
iii. -1
AI+NO3-→ Al(OH)4- + NH3; বিক্রিয়ায়-
i. বিজারক পদার্থটি 1৪টি ইলেকট্রন ত্যাগ করে
ii. উভয়দিকে চার্জের সংখ্যা হবে ৪
iii. কস্টিক সোডা যোগ করলে 16 অণু H2O যোগ হবে
MnO4 + C2O42- + 6H+ → Mn2+ + CO2 + H2O
i. বিক্রিয়ার 10 mol CO2 উৎপন্ন হবে
ii. বিক্রিয়াটি একটি অসামঞ্জস্য বিক্রিয়া
iii. উক্ত বিক্রিয়ায় 3টি যৌগ অম্লীয় ধর্ম প্রদর্শন করে
FeSO4 + KMnO4 + H2SO4 → A+B+C+ H2O এই বিক্রিয়ায় -
i. Fe2+ জারিত হয়
ii. CO2 রিমুক্ত হয়
iii. দুটি বিজারক আছে
CuSO4+KI→ Cu2l2 + I2 + K2SO4, উল্লিখিত বিক্রিয়ায়-
i. Cu2+ বিজারিত হয়েছে
ii. I- জারিত হয়েছে
iii. K+ ইলেকট্রন ত্যাগ করেছে