একলা গাই একলা ধাই
দিবস রাত সাঁঝ সকাল। - এ বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে?
তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে। - উক্তিটিতে বহিপীরের যে চেতনা প্রকাশ পেয়েছে -
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
সাদিদ বাগেরহাট পিসি কলেজে পড়ে। মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে রাতেই বাড়ির উদ্দেশে রওয়ানা দেয়। গভীর রাতে বাড়ির নিকটে নদীর ২ তারে পৌঁছায়। নদীতে পারাপারের নৌকা না পেয়ে সাঁতার কেটে নদী পার হয়ে বাড়িতে আসে।
উদ্দীপকের সাদিদ চরিত্রটি 'অভাগীর স্বর্গ' গল্পের কার প্রতিনিধিত্ব করে?
উক্ত চরিত্রে ফুটে উঠেছে-
i. মায়ের প্রতি ভালোবাসা
ii. মায়ের প্রতি কর্তব্যবোধ
iii. মায়ের ঋণ পরিশোধ
নিচের কোনটি সঠিক?
ডা. অসীম চিকিৎসা বিষয়ক কয়েকটি বই কিনতে দোকানে গিয়েছিলেন। বই কেনার পর দোকানদার' তাকে ভালো কবিতার বই দেখান। কিন্তু ডা. অসীম বলেন এ বই পড়া সময়ের অপচয়মাত্র।
উদ্দীপকের ডা. অসীমের কথার প্রতিধ্বনি-
i. শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না।
ii. কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই
iii. শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু
বাংলার কাব্য, বাংলার ভাষা
মিটায় আমার প্রাণের পিপাসা।
—উদ্দীপকের বিষয়টি 'আমার পরিচয়' কবিতার যে চরণে পাওয়া যায়-
রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত টাকা?