আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী। দিল- এ বাক্যে আব্দুর রহমান কিসের অভয় বাণী দিল?
“তারি সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে!'- এ চরণে 'দোলে' শব্দ দ্বারা ‘পল্লিজননী’ কবিতায় বোঝানো হয়েছে-
i. দোলা
ii. শঙ্কা
iii. ভয়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
মধ্যবিত্ত গৃহিণী আচমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। আসাদ পাড়ার অন্যসব শিশুর সাথে। মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। আচমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত।
উদ্দীপকের আসাদের মধ্যে 'সুভা' গল্পের সুভার কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায়?
উদ্দীপকের আচমার কোন দিকটি সুভার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ?
'রানার' কবিতায় রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
“আমি শোধ নিতে জানি”- এ বাক্যে বুধার ভাবটি প্রকাশ পেয়েছে?
“স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতায় লোহার শ্রমিকরা কেন এসেছিল?
সে আরেক আবর্জনা"- 'নিমগাছ' গল্পে ‘আবর্জনা’ বলতে গল্পকার কী বোঝাতে চেয়েছেন?
উপরিউক্ত চরণদ্বয়ের ভাবের সাথে কোন কবিতার। মূলভাবের মিল লক্ষ করা যায়?
দেশি ভাষায় যায় মন জুড়ায় না তাকে কবি কী, করতে বলেছেন?
মাতৃভাষাকে ভালোবাসতে
মাতৃভাষার চর্চা করতে
কিতাব পড়তে
দেশ ত্যাগ করতে
'পয়লা বৈশাখ' প্রবন্ধের আলোকে 'আইন-ই-আকবরী' কত বছর আগে রচিত হয়?
'মমতাদি' গল্পে মাস্টারের চড় খেয়ে কার গালে আঙ্গুলের দাগ হয়েছিল?
“অভাগীর স্বর্গ" গল্পে মা কাঙালীকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল?
“পল্লিসাহিত্য” প্রবন্ধে বর্ণিত চীন দেশে সংঘটিত গল্প কোনটি?
“উপেক্ষিত শক্তির উদ্বোধন” প্রবন্ধে ছোটলোক সম্প্রদায় আমাদের দেশের কত আনা?
“চালা হাতুড়ি শাবল চালা"- 'মানুষ' কবিতার এ চরণে কোন ভাব প্রকাশ পেয়েছে?
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
গ্রামের প্রভাবশালী ছগির মহাজন আমজাদ আলীর। অল্পবয়সী মেয়েকে বিয়ে করার সকল ব্যবস্থা সম্পন্ন করলে মেয়েটি পালিয়ে গিয়ে বদি মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। ছগির মহাজন বদি মিয়াকে বিভিন্ন প্রকার লোভনীয় প্রস্তাব দিলেও তিনি মেয়েটিকে ফেরত দিতে অস্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুমকি দেন। পরিস্থিতি উপলব্ধি করে ছগির মহাজন সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেয় ।
উদ্দীপকের ছগির মহাজনের শেষ সিদ্ধান্তটি বহিপীরের কোন চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ?
উদ্দীপকের বদি মিয়ার মনোভাব যে দৃষ্টিকোণ থেকে হাতেম আলির সাথে মিল রয়েছে তা হলো-
i. মানবিকতা
ii. বিচক্ষণতা
iii. বদান্যতা
বুধা কাকে ভিতুর ডিম বলেছিল?
“যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই।”- 'আশা' কবিতায় তুচ্ছ' শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?