উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
শীতের সকালে কুয়াশা চাদরে মোড়া খেজুর গাছের তলে মাটির কলসে ভরা সেই টাটকা স্বাদের রসে পুচ্ছ ভরা উচ্ছ্বাস আমি পাই আম গাছের কাছে ।
উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু" গল্পের কোন চরিত্রকে ইঙ্গিত করে?
উদ্দীপকে ‘আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
'বহিপীর' নাটকের ঘটনাপ্রবাহ কাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে?
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও :
করিম সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াবে। তাই সে চীনা মাম্মি, ড্যাডি, আংকেল শব্দগুলো সন্তানকে শেখায়। মা, বাবা, চাচা- এই শব্দগুলো শোনা, বলা ও চর্চা করা থেকে সে সন্তানকে দূরে রাখে কিন্তু মা বলেন, বিদেশি শব্দে কোনো প্রাণ নেই। বরং আমাদের দেশি শব্দেই আবেগের প্রকাশ ঘটে বেশি।
করিমের ক্ষেত্রে 'বঙ্গবাণী' কবিতার যে চরণ প্রযোজ্য তা হলো-
i. সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি
ii. নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়
iii. দেশী ভাষা উপদেশ মনে হিত অতি
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে মায়ের মনোভাবে 'বঙ্গবাণী' কবিতার কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?
বাংলা নববর্ষ উৎসব প্রাবন্ধিকের মতে কোন চেতনার ধারক?
'বহিপীর' নাটকে তাহেরাকে কিসের প্রতীক চরিত্র। বলা যায়?
'আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি'- চরণ দুটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
'মানুষ' কবিতায় কবি কার জয়গান গেয়েছেন?
মানুষের
সাম্যের
তারণ্যের
শ্রমিকের
“আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাবো না।' চরণটিতে ‘সাহসী জননী বাংলা' কবিতার যে দিক বিদ্যমান-
i. ঐক্যচেতনা
ii. প্রতিশোধস্পৃহা
iii. দৃঢ়চেতা মনোভাব
অবসাদে ঘুম নেমে এলে
আবার দেখেছি ঝিকিমিকি সেই শবরী তিতাস।
উক্ত কবিতাংশের ভাবের সঙ্গে ‘কপোতাক্ষ নদ’
কবিতার সাদৃশ্যগত চরণ কোনটি?
'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীর?
বিকেলের বিরুদ্ধে বিকেল' বলতে কী বোঝানো হয়েছে?
হযরত মুহম্মদ (স.) কী হিসেবে তাঁর জীবন রূপায়িত করেছেন?
'আশা' কবিতার কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান?
উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান
উদ্দীপকে যাদের কথা বলা হয়েছে “উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে তারা কারা?
“উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের আলোকে কাজ সম্পন্ন করার জন্য তাদেরকে-
i. আপনজনের মতো করে নিতে হবে
ii. অবহেলা করা যাবে না
iii. নমস্কার করতে হবে
সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতায় কাদের প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন?
উদীপকের ড. আম্বেদকর-এর সাথে উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ চরিত্র-
সাদৃশ্যপূর্ণ চরিত্রের চেতনা বাস্তবায়িত হলে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বিরাজ করবে-
i. সুখ সমৃদ্ধি
ii. সাম্যবাদ
iii. গণতন্ত্র