জানবক্স খানের মৃত্যুর পর তার রাজত্ব লাভ করেন কে?
কালিন্দী ইংরেজদের কাছ থেকে রানি হিসেবে স্বীকৃতি লাভ করেন কত সালে?
রানি কালিন্দী কত সাল পর্যন্ত রাজত্ব করেন?
চট্টগ্রাম বৌদ্ধ সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে?
ঢাকার ধর্মরাজিক মহাবিহার প্রতিষ্ঠিত হয় কত সালে?
বাংলাদেশে পালি টোল ও কলেজ রয়েছে কতটি?
বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্ঘ কখন প্রতিষ্ঠা লাভ করে?
ইংরেজরা পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করে কত সালে?
বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট কত সালে প্রতিষ্ঠিত হয়?
কখন বৌদ্ধরা ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে?
মুক্তিযুদ্ধের সময় ঢাকাস্থ ধর্মরাজিক বৌদ্ধ বিহার থেকে কী লুন্ঠিত হয়?
মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সৈন্যরা অপহরণের পর এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। এর সাথে মিল রয়েছে কার?
বৌদ্ধরা স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েও আবার দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে। এটি তাদের কোন বৈশিষ্ট্যকে তুলে ধরে?
বৌদ্ধরা কোন শক্তিতে বলীয়ান হয়ে কাজ করে?
বৌদ্ধদের অন্যতম ঐতিহ্য- i. সবার সাথে ভ্রাতৃত্ব গড়ে তোলাii. সবার সাথে সম্প্রীতির সাথে বসবাস করাiii. সাম্য প্রতিষ্ঠা করানিচের কোনটি সঠিক?
মুক্তিযুদ্ধের সময় বৌদ্ধরা পাকিস্তানি সৈন্যদের রোষানলে পড়ে-i. মুক্তিযুদ্ধে যোগদানের কারণেii. মুক্তিযোদ্ধাদের সেবা করার কারণেiii. মুক্তিযুদ্ধে সহায়তামূলক তৎপরতার কারণে
নিচের কোনটি সঠিক?
মুক্তিযুদ্ধচলাকালীন বৌদ্ধরা পাকিস্তানি সৈন্য ও তাদের দোসরদের রোষাণলে পড়ে। এর সাথে সাদৃশ্যপূর্ণ হলো- i. বৌদ্ধ বিহারে লুটতরাজ চালানii. স্বর্ণের বুদ্ধমূর্তি লুট করাiii. আবাসিক ভিক্ষুদের অত্যাচার করানিচের কোনটি সঠিক?
বৌদ্ধদের ইতিহাস জানতে আমাদের জানা উচিত- i. চাকমাদের ইতিহাসii. মারমা ও বড়ুয়াদের ইতিহাসiii. গারো ও মুরংদের ইতিহাসনিচের কোনটি সঠিক?
আনুকা ও সিমলাং কোন ধর্মের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানতে পারে?
উক্ত নিদর্শনগুলো বাংলাদেশের –
i. পরিচিতি ও মর্যাদা বৃদ্ধি করছেii. এ দেশের ইতিহাসকে তুলে ধরছেiii. এ দেশের সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখছে