ভিক্ষু ও শ্রমণদের নিত্য ব্যবহার্য দ্রব্য কয়টি?
বৌদ্ধধর্মে ধ্যান অনুশীলনের মাধ্যমে যে ফললাভ হয়-
পঞ্চভাবনার মধ্যে করুণা ভাবনাটি দূর করা হয় কোনটির জন্য?
ডিছু ও শ্রমণগণ কীভাবে জীবিকা নির্বাহ করেন?
বুদ্ধ নির্দেশিত ধ্যানানুশীলনকে কী বলা হয়?
ভিক্ষুগণ কয়টি বিষয়কে অবলম্বন করে ভাবনা করেন?
ধ্যান সাধনার লক্ষ্য কোনটি?
বুদ্ধ নির্দেশিত বিধিবিধান কোথায় বর্ণিত রয়েছে?
পারাজিকা শব্দের অর্থ কী?
চীবর কয়টি?
ভিক্ষুদের কতটি শীল পালন করতে হয়?
গুরুত্বানুসারে ভিক্ষু শীলসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
বুদ্ধ বিভিন্ন বিধিবিধানের দেশনা দিয়েছেন কেন?
ছয় প্রকার বিশেষ জ্ঞান অর্জন হয় কীভাবে?
দুঃখমুক্তি ভাবনা বলতে কী বোঝায়?
বিশাখা মুৎসুদ্দি প্রতিনিয়ত নিজ মৃত্যু ভাবনায় অস্থির থাকে। এ ধরনের ভাবনাকে কী বলা হয়?
বিপ্রদাস চৌধুরী একজন শ্রমণ। তিনি নিত্যকর্ম হিসেবে কী পালন করবেন?
রতন বড়ুয়া একজন শ্রমণ। তিনি নিত্য ভাবনা হিসেবে কয়টি ভাবনা করবেন?
আসত্তিমুক্ত হয়ে মার্গফল লাভের জন্য কোনটি অপরিহার্য বলে তুমি মনে কর?
চিত্তে একাগ্রতা আনয়নের জন্য কী করা প্রয়োজন?