ভারত উপমহাদেশ থেকে গ্রিক শাসন উচ্ছেদের প্রথম উদ্যোগ নেন কে ?
অশোক সম্রাট নামে খ্যাত হন-
i.. রাজ্য বিস্তারের জন্য
ii. বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষকতার জন্য
iii. শৌর্যবীর্যের জন্য
নিচের কোনটি সঠিক?
কুষাণ বংশের প্রথম রাজত্বের সূচনা হয় কোন শতাব্দীতে?
কুষাণ বংশের প্রথম নৃপতি কে ছিলেন?
কণিষ্ক কোন বংশের শ্রেষ্ঠ নৃপতি ছিলেন?
কণিষ্কের ধর্মগুরু কে ছিলেন?
কোন রাজার সময়ে বৌদ্ধধর্ম নিকায়ে বিভক্ত ছিল?
কুণ্ডলবন বিহার নির্মাণ করেন কে?
বগুড়ার কোথায় বোধিসত্ত্বের একটি মূর্তি পাওয়া যায়?
কুষাণ আমলে আয়োজিত সঙ্গীতি কী নামে পরিচিত?
কণিষ্ক সঙ্গীতিতে বুদ্ধবাণী পালি ভাষার পরিবর্তে কোন ভাষায় সংকলিত হয়?
বৌদ্ধধর্ম প্রচারের জন্য সম্রাট কণিষ্ক কোথায় ধর্মপ্রচারক প্রেরণ করেন?
চীনা পরিব্রাজক ফা-হিয়েন কোন সময়ে প্রথম ভারতবর্ষে আসেন?
কোথায় কণিষ্কের শিলালিপি পাওয়া গিয়েছে ?
সম্রাট অশোকের মতো কোন কুষাণ বংশীয় সম্রাট প্রথম জীবনে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিলেন না?
বৌদ্ধ সাহিত্যে সংস্কৃত ভাষার প্রচলন শুরু হয় কোন নৃপতির সময় থেকে?
রাজা কণিষ্ক বিখ্যাত হয়ে আছেন- i. বৌদ্ধধর্মের প্রসারে অবদান রেখেii. প্রজাপরায়ণতার জন্যiii. বুদ্ধের দর্শন ছড়িয়ে দেওয়ায়নিচের কোনটি সঠিক?
কুষাণ সাম্রাজ্য বিস্তৃত ছিল- i. বর্তমান বিহার পর্যন্তii. বর্তমান উত্তর-পশ্চিম ভারত পর্যন্তiii. মধ্য এশিয়া কিছু অঞ্চল ও আফগানিস্তান পর্যন্তনিচের কোনটি সঠিক?
সম্রাট কণিষ্কের সময়কালের উল্লেখযোগ্য পণ্ডিতবৃন্দ হলেন-i. স্থবির পার্শ্বক ii. মহাকবি অশ্বঘোষiii. দার্শনিক বসুমিত্রনিচের কোনটি সঠিক?
পাল বংশের প্রতিষ্ঠাতা কে?