কারা ভিক্ষুদের ভয় দেখাতে লাগল?
কেন ভিক্ষুরা ধ্যান চিত্ত ছেড়ে ভগবান বুদ্ধের নিকট চলে আসল?
বর্ষাবাসব্রত ত্যাগ করে ভিক্ষুরা কোথায় চলে এলেন?
ভগবান বুদ্ধ তাঁর শিষ্যদের কখন করণীয় মৈত্রী সূত্র উচ্চস্বরে পাঠ করতে বললেন?
উদ্দীপকে কোন সূত্রের পটভূমির ইঙ্গিত রয়েছে?
উক্ত সূত্র পাঠ করা হয়- i. বৃক্ষ দেবতাদের উপদ্রব বন্ধ করতেii. বৃক্ষ দেবতারা সন্তুষ্ট চিত্তে তাদের সেবায় রত হয়iii. বৃক্ষ দেবতারা পুনরায় আক্রমণ করবে
নিচের কোনটি সঠিক?
করণীয় মৈত্রী সূত্র পাঠ করা হয় কেন?
সুমীত বর্ষাবাস পালন করতে চায়। তাকে কোন ধরনের জায়গা বেছে নিতে হবে?
রূপন বড়ুয়া রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় ভূত দেখে ব্যাপক ভয় পান। এ ধরনের বিপদ থেকে রক্ষার জন্য তাঁকে উচ্চস্বরে কী পাঠ করতে হবে?
বৃক্ষদেবতাদের ভয়ে ভিক্ষুরা হয়ে পড়লেন- i. অত্যন্ত দুর্বলii. অত্যন্ত সবলiii. অত্যন্ত কৃশনিচের কোনটি সঠিক?
ভিক্ষুগণ করণীয় মৈত্রী সূত্র পাঠ করার ফলে বন্ধ হলো- i. বৃক্ষদেবতাদের উপদ্রবii. শির-পীড়াiii. ভয়নিচের কোনটি সঠিক?
দাদুর মৃত্যুর পর ছন্দক মারমার বাড়িতে সম্প্রতি ভূত-প্রেত ও অতৃপ্ত আত্মার উপদ্রব দেখা দিয়েছে। এর সাথে মিল রয়েছে- i. রতন সূত্রেরii. করণীয় মৈত্রী সূত্রেরiii. অভিধর্ম সূত্রেরনিচের কোনটি সঠিক?
বিজন বড়ুয়া প্রত্যহ করণীয় মৈত্রী সূত্র পাঠ করেন। এর ফলে তিনি লাভ করবেন- i. ভয় থেকে মুক্তিii. অর্হৎ ফলiii. ভূত থেকে রক্ষানিচের কোনটি সঠিক?
সন্তং শব্দের অর্থ কী?
অভিসমোচ্চ শব্দের অর্থ কী?
অবেং শব্দের অর্থ কী?
'অসপত্তং শব্দের অর্থ কী?
'অধিটঠেষ্য' শব্দের অর্থ কী?
'করণীযমথকুসলেন যন্তং সন্তং পদং অভিসমেচ্চ' এটি কোন সূত্রের অন্তর্গত?
নিপকো' শব্দের অর্থ কী?