যে কর্ম পুনর্জন্ম ঘটায়, জীবিতকালে যে কর্ম স্কন্ধ ও কর্মজরূপ উৎপাদক এবং কুশল-অকুশল চেতনামূলক তাকে কী নামে অভিহিত করা হয়?
সকল বৃক্ষের ফল সমান হয় না কেন?
পরেশ বড়ুয়া একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। সে কার কর্মফল ভোগ করবে?
প্রাণী জগৎ কীভাবে চলছে?
ধর্মানন্দ ভিক্ষু বলেন যে, এই কর্মের ফলেই আমাদের বেঁচে থাকা হয়। এটি কোন কর্মের প্রতি ইঙ্গিত প্রদান করে?
দেবাশীষ প্রত্যহ অনেক কুশলকর্ম সম্পাদন করেন। এর ফলে তিনি কোনটি লাভ করবেন?
কর্মের কারণে জীবন বিভক্ত হয়- i. হীনভাবেii. শ্রেষ্ঠভাবেiii. ক্রমানুসারে
কর্মের উৎপত্তিস্থলের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় হচ্ছে-i. মনii. চিত্তiii. সম্পদনিচের কোনটি সঠিক?
কয়টি দ্বারে এই কর্ম সংঘটিত হয়?
উক্ত কর্ম বলতে বোঝায়- i. যা চিন্তা করা যায়ii. বাক্যে উচ্চারণ করা যায়iii. দেহের মাধ্যমে সম্পাদন করা যায়নিচের কোনটি সঠিক?
ভন্তের মতে কীসের মাধ্যমে পৃথিবী সচল থাকে?
কায়, বাক্য ও মনে সম্পাদিত কাজকে কী বলা হয়?
কর্মফলে গভীর বিশ্বাসকে কী বলে?
মানুষের মধ্যে নানা পার্থক্যের অন্যতম কারণ হলো-
কর্মের কারণে প্রাণীর মাঝে কী ঘটে?
মানুষের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্যের কারণ কী?
মানবজীবনের বিভাজনে কীসের প্রভাব সবচেয়ে বেশি?
'ন জচ্চা ব্রাহ্মণো হোতি, ন জচ্চা হোতি অব্রাহ্মণো, কম্মুনা ব্রাহ্মণো হোতি কম্মুনা হোতি অব্রাহ্মণো।'- উক্তিটি কোন গ্রন্থের অন্তর্গত?
দীর্ঘায়ু কুমার কোন অঞ্চলের রাজা ছিলেন?
জাতকে বারানসিরাজ এর উল্লেখ আছে। 'মিলিন্দ প্রশ্ন' গ্রন্থে এরূপ উল্লেখ আছে কোন রাজের?