অভিধর্ম পিটক কয় ভাগে বিভক্ত?
অভিধর্ম পিটকের অন্যতম প্রধান গ্রন্থের নাম কী?
গৌতম বুদ্ধের শিষ্যরা যে বিষয়ে পারদর্শী ছিলেন-i. বিনয়ে ii. সূত্রেiii. শক্তি প্রদর্শনে
ভিক্ষুণীদের প্রতিপালনীয় নিয়মগুলো হচ্ছে-i. পারাজিকাii. পাচিত্তিয়াiii. সংঘাদিসেসনিচের কোনটি সঠিক?
'ধর্ম সঙ্কানি' গ্রন্থ গুরুত্বপূর্ণ কেন?
i. এটি অভিধর্মের মূল বিষয়
ii. এতে কুশল-অকৃশল বিষয়ের কারণ রয়েছে
iii. এতে আঠারোটি অধ্যায় রয়েছে
নিচের কোনটি সঠিক?
অনুচ্ছেদে শ্রদ্ধেয় রতনশ্রী ভিক্ষুর পঠিত কোন গ্রন্থটিকে ইঙ্গিত করা হয়েছে?
উদ্দীপকে ইঙ্গিতকৃত নগরীর অতীতের নাম কী ছিল?
উক্ত নগরীতে কোন সূত্র পাঠ করে নগরের ত্রিবিধ ভয় দূর করা হয়?
রতন সূত্র পাঠ করা হয় কেন?
দুর্ভিক্ষ ও মহামারি থেকে রক্ষা পেতে কোন সূত্র পাঠ করা হয়?
ভূত, যহ্ম প্রভৃতির উপদ্রব হতে রক্ষা পেতে কী পাঠ করা হয়?
ভোজ্বল সূত্র পাঠ করা হয় কেন?
সকল প্রকার রোগ-শোক থেকে রক্ষা পেতে কোন সূত্র পাঠ করা হয়?
বুদ্ধের সময়ে কী নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল?
বৈশালী রাজ্যের অধিবাসী কারা ছিল ?
বৈশালী নগরীতে দুর্ভিক্ষ দেখা যায় কেন?
কতজন লিচ্ছবি কুমার সৈন্যবাহিনী ও উপঢৌকনসহ বুদ্ধকে আনতে যাত্রা করলেন?
ভগবান বুদ্ধ কাকে রতন সূত্র শিখে লিচ্ছবিদের নিয়ে নগর ঘুরে ঘুরে আবৃত্তি করতে বললেন?
বুদ্ধের নির্দেশে কে রতন সূত্র আবৃত্তি করেন?
আনন্দ কীভাবে রতন সূত্র পাঠ করতে লাগল?