ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে পরিচিত কী?
উরুবিন্ধের পথে বনে গৌতম যুবকদের আত্মানুসন্ধানের কথা বলেন কেন?
গৌতম বুদ্ধকে কে 'বেণুবন বিহার' দান করেন?
কোন নদীর জল নিয়ে শাক্য ও কোলিয়দের মধ্যে বিরোধ ঘটে?
বুদ্ধ বৈশালী থেকে কপিলাবস্তু গেলে কতজন শাক্যকুমার ভিক্ষুসজ্ঞে যোগদান করেন?
বুদ্ধের প্রথম উপাসক হওয়ার গৌরব লাভ করেন- i. বপ্নii. ভল্লিকiii. তপসুনিচের কোনটি সঠিক?
নারীদের মধ্যে গৌতমের শিষ্যত্ব গ্রহণ করেন - i. গোপাii. গায়ত্রীiii. মহাপ্রজাপতি গৌতমীনিচের কোনটি সঠিক?
বৌদ্ধধর্ম তৎকালীন ভারতবর্ষে নবজাগরণ সৃষ্টি করেছিল- i. মৈত্রীর দ্বারাii. সাম্যের দ্বারাiii. করুণার দ্বারানিচের কোনটি সঠিক?
বুদ্ধ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অমৃতময় ধর্মবাণী প্রচার করেছেন- i. পৃথিবীতে শান্তি স্থাপনের জন্যii. সকল প্রাণীর মুক্তি ও মঙ্গলের জন্যiii. পারিবারিক বন্ধন সুদৃঢ় করার জন্যনিচের কোনটি সঠিক?
সুদীর্ঘ কত বছর গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করেন?
কে কল্যাণময় ধর্ম প্রচার করেন?
উদ্দীপকের ঘটনায় কোন মহামানবের মহাপরিনির্বাণের ইঙ্গিত রয়েছে?
উক্ত মহামানবের পূতাস্থি সে কারণে ভাগ করা হয়েছিল-i. বন্দনা করতেii. শ্রদ্ধা নিবেদন করতেiii. ৮টি রাজ্যে ভাগ করে দেওয়ার জন্যনিচের কোনটি সঠিক?
কোন তিথিতে গৌতম বুদ্ধ আয়ু সংস্কার ত্যাগ করবেন বলে ঘোষণা দিলেন?
মানুষকে কীসের পথে গৌতম বুদ্ধ পরিচালিত করেছেন?
বুদ্ধের অন্তিম সময়ে কে অত্যন্ত অধীর হয়ে পড়েন?
কত বছর বয়সে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন?
সিদ্ধার্থ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন কোথায়?
গৌতম বুদ্ধ আনন্দ থেরকে উপদেশ দেন- i. আত্ম শরণেরii. নিজের দীপ হয়ে বিচরণেরiii. ধর্মদীপ হয়ে বিচরণেরনিচের কোনটি সঠিক?
সিদ্ধার্থ মহাপরিনির্বাণ লাভে সক্ষম হয়েছিলেন- i. কঠোর সাধনা দ্বারাii. পিতৃসত্য পালনের মাধ্যমেiii. ভোগ-বিলাস আর সংসারের মায়া-মমতা ত্যাগের মাধ্যমেনিচের কোনটি সঠিক?