কে বুদ্ধকে 'বেণুবন বিহার' দান করেছিলেন?
কশ্যপ ভ্রাতৃত্রয় কীসের উপাসক ছিলেন?
সারিপুত্র ও মৌদগল্যায়ন কতজন শিষ্যসহ বুদ্ধের ধর্ম গ্রহণ করেন?
শাক্য ও কোলিয়দের মধ্যে বিবাদ হয়েছিল কেন?
শাক্য ও কোলিয়দের মধ্যে বিবাদ হয়েছিল কোন নদীর জল নিয়ে?
সিদ্ধার্থের সাথে একই দিনে জন্মগ্রহণ করেন- i. চার মঙ্গল হস্তীii. সারথি ছন্দকiii. অমাত্যপুত্র উদায়ীনিচের কোনটি সঠিক?
শিশু সিদ্ধার্থকে দেখে মহর্ষি কালদেবল উল্লাসিত হলেন- i. সিদ্ধার্থ মহাজ্ঞানী বুদ্ধ হবেন জেনেii. দুঃখে মুক্তির পথ দেখাবেন বলেiii. বুদ্ধের অমিয় বাণী শুনবেন বলে
নিচের কোনটি সঠিক?
অরিন পাখিটিকে সেবা করে প্রমাণ করেছেন- i. বন্য প্রাণীর প্রতি দয়াii. সর্বজীবে সম দয়াiii. পাখির প্রতি দয়ানিচের কোনটি সঠিক?
এ অনুচ্ছেদটি পড়ে আমরা কী শিক্ষা পাই?
দশ পারমীর মধ্যে অন্যতম হলো- i. সানii. শীলiii. ক্ষান্তিনিচের কোনটি সঠিক?
রাজা বেসান্তর একজন বোধিসত্ত্ব। তাঁর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- i. তিনি জ্ঞান বা প্রজ্ঞা-সাধনায় নিয়োজিতii. জন্ম-জন্মান্তরে তিনি কুশলকর্ম সম্পন্ন করেনiii. সর্বজীবের দুঃখ মুক্তির প্রচেষ্টা করেননিচের কোনটি সঠিক?
জন্ম-জন্মান্তরে পারমী পূর্ণ করে সিদ্ধার্থ গৌতম হন- i. বুদ্ধii. দুঃখমুক্তiii. নির্বাণ লাভী
কী মুক্ত অর্থে 'অর্হৎ' শব্দটি ব্যবহৃত হয়?
বুদ্ধগণের মধ্যে কোন বুদ্ধ শ্রেষ্ঠ?
'বুদ্ধ সুগত' এর কারণ কী?
সর্ববিধ অশুভ শক্তির দমনকারী হওয়ায় বুদ্ধকে কোন বিশেষণে বিশেষায়িত করা হয়?
ত্রিলোক সম্পর্কে সম্যক জ্ঞানসম্পন্ন বলে বুদ্ধকে কী বলা হয়?
শীল, সমাধি ও প্রজ্ঞাগুণের সর্বোচ্চ স্থানের অধিকারী বুদ্ধকে কী বলা হয়?
সখা/শাস্তা অর্থ কী?
বুদ্ধের জ্ঞান কোন ধরনের জ্ঞান?