বৌদ্ধ পরিভাষায় সিদ্ধার্থের গৃহত্যাগকে কী বলা হয়?
ড. শান্টু বড়ুয়া বৌদ্ধ সাহিত্যের মহাভিনিষ্ক্রমণ বিষয়ে পাঠদান করছেন। এটির সাথে কোন বিষয়ের মিল রয়েছে?
গভীর সাধনার নিমিত্তে স্ত্রী-পুত্রকন্যাকে উপেক্ষা করে সিদ্ধার্থ গৃহত্যাগ করেন। এখানে সিদ্ধার্থের কোন গুণটির বহিঃপ্রকাশ ঘটেছে?
চার নিমিত্ত দর্শনের পরে দীপংকরের মনে শান্তি নেই। এর সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে- i. গৌতম সব সময়ই গভীর চিন্তায় মগ্ন থাকতেনii. তরুণ সন্ন্যাসীর গভীর ধ্যানমগ্ন দৃশ্যটি গৌতমের মনে দাগ কেটেছিলiii. গৌতম দুঃখ মুক্তির সন্ধানে গৃহ ত্যাগের সিদ্ধান্ত নিলেন
নিচের কোনটি সঠিক?
গৌতম গৃহত্যাগ করেন - i. সন্ন্যাসব্রত পালনেii. দুঃখমুক্তির অন্বেষণেiii. অন্য রাজ্য দখলের আশায়নিচের কোনটি সঠিক?
গৌতম মায়ের হাতে দিতে বলেন-
i. রাজপোশাক
ii. অলংকার
iii. পাদুকাদ্বয়
কে রাজগৃহ ছেড়ে নদী, বন ও পাহাড় ঘেরা প্রকৃতির কাছে চলে যান?
ঋষি আরাড় কালামের কাছে কোথায় গৌতম শিক্ষা গ্রহণ করেন?
অশ্বজিৎ কার শিষ্য ছিলেন?
সিদ্ধার্থ ছয় বছর কীভাবে কাটালেন?
সাধনার জন্য গৌতম বুদ্ধ কোন ধরনের পথ অবলম্বন করেন?
নৈরঞ্জনা নদীটি কোন গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে?
গৌতমকে পায়েস দান করেন কে?
শ্রমণ গৌতমকে পঞ্চবর্গীয় শিষ্যরা ছেড়ে চলে গিয়েছিলেন কেন?
গৌতম বুদ্ধ যেটি দেশনা করেন-
i. নিত্য
ii. চতুরার্য
iii. অনাত্মবাদ
সিদ্ধার্থ কত বছর সাধনার পর বুদ্ধত্ব লাভ করেন?
কেন গৌতম সাধনারত হলেন?