পুরোহিতকে যে গুণের অধিকারী হতে হয়-
i. হিন্দুধর্ম সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকা
ii. শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণের দক্ষতা অর্জন
iii. পরিষ্কার পরিচ্ছন্ন থাকা
নিচের কোনটি সঠিক?
বৈদিক দেবতাদের অন্যতম হলেন-'
i. অগ্নি ও ইন্দ্র
ii. রুদ্র ও বরুণ
iii. বায়ু ও সোম
বৈদিক দেবী হিসেবে যার নাম উল্লেখ করা যায়-
i. সরস্বতী ও ঊষা
ii. অদিতি ও রাত্রি
iii. দিবা ও দিবাসী
বৈদিক যুগে যজ্ঞের জন্য প্রজ্বলিত অগ্নিতে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে যা অর্পণ করা হতো-
i. ঘৃত
ii. পিঠে
iii. পায়েস
যিনি লৌকিক দেবতার অন্তর্ভুক্ত- :
i. বরুন
ii. মনসা
iii. শীতলা
দেবী দুর্গা আরও যে নামে পূজিতা হন-
i. জগদ্ধাত্রী
ii. চণ্ডী
iii. নারায়ণী
দেবী দুর্গা দশ হাত দিয়ে দশদিক থেকে যা করেন-
i. সকল অকল্যাণ দূর করেন
ii. আমাদের কল্যাণ করেন
iii. নিচের দীর্ঘায়ু চান
শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিনের অনুষ্ঠানটি হলো-
i. মহাষ্টমী পূজা
ii. কুমারী পূজা
iii. সন্ধি পূজা
শারদীয় পূজার পঞ্চম দিনে যা অনুষ্ঠিত হয়-
i. দশমী পূজা
ii. বিসর্জন
iii. বিজয়া দশমী
“যোগই হলো আধ্যাত্মিক কামধেনু' – কে বলেছেন
অন্ত্রের অর্থ কী?
কোনটি ধ্যানের ভিত্তি স্বরূপ?
অন্তেয়' শব্দটির দ্বারা কী বোঝায়?
জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগই হলো-
যোগসাধনার সর্বোচ্চ স্তর কোনটি?
''যোগই হলো এক অর্থে সমাধি- কে বলেছেন?
ব্রহ্মের সাথে সংযোগের প্রচেষ্টাকে কী বলে?
. দেবতারা কোন তিনটি শ্রেণীতে বিভ?
. কোনটি অন্য ৩টি থেকে ভিন্ন?
মুক্তির জন্য প্রথমে কোনটি প্রয়োজন?