চৈত্রসংক্রান্তির প্রধান উৎসব কোনটি?
সামাজিক ও পারিবারিক জীবনে উক্ত অনুষ্ঠানটি অয়নের জীবনে এক মহামিলন মেলা। কারণ এ অনুষ্ঠানটি-
i. সর্বজনীন
ii. অসাম্প্রদায়িক চেতনার মিলন
iii. ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্পর্কিত
নিচের কোনটি সঠিক?
প্রণবের শ্বশুরালয়ে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়?
উক্ত অনুষ্ঠানে করণীয়-
অশোক দোল উৎসব কীভাবে উদ্যাপন করবে?
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়-
i. ভ্রাতৃত্ববোধ
ii. সাম্প্রদায়িক সম্প্রীতি
iii. ব্যক্তিগত ধর্মানুভূতি
অথৈ কোন তিথিতে তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছিল?
অথৈ তার ভাইকে ফোঁটা দেয়ার মূল উদ্দেশ্য হলো তার ভাই যেন-
i. দীর্ঘ জীবন লাভ করে i
i. বিপদ-আপদ থেকে রক্ষা পায়
iii. উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়।
চন্দ্রার পালিত ধর্মাচারটির নাম কী?
ভ্রাতৃদ্বিতীয়া নামক ধর্মাচারটি সকলের মধ্যে-
i. ভ্রাতৃত্বের চেতনা জাগ্রত করে
ii. জাতীয় ঐক্য সৃষ্টি করে
iii. পারস্পরিক সহনশীলতা সৃষ্টি করে
গৃহ প্রবেশের সময় কোন দেবতার পূজা অবশ্য করণীয়?
শেফালি দেবী এ বছর তার মেয়ের হাতে-খড়ি দেওয়ার জন্য ঈশ্বরের এক শক্তির পূজা করবেন।
নিচের কোনটি ধর্মাচার নয়?
দিপাবলী উৎসব কী নামে পরিচিত?
কার গঙ্গাস্নানের ইচ্ছা হয়েছিল?
নবান্ন উৎসবে কোন দেবীর পূজা করা হয়?
জবা নামযজ্ঞ অনুষ্ঠানে যোগদান করল, এতে তার-
i. পুণ্যলাভ হবে
ii. জীবন প্রতিষ্ঠিত হবে
iii. মন উদার হবে
শ্রাবণী পূর্ণিমা তিথিতে পালন করা হয় কোন ধর্মাচারটি?
স্মৃতিশাস্ত্রে কত প্রকার সংস্কারের কথা বলা হয়েছে?
শীতলা পূজা হয়-