ভক্তিকে অবলম্বন করে যিনি সাধনা করেন তিনিই হচ্ছেন-
কার পাপ-তাপ-দুঃখ-বেদনা থাকে না?
ভক্তিযোগের প্রধান কথা কী?
"হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে, আমি তাকে সেভাবেই তুষ্ট করি” – কে বলেছেন?
হিন্দুধর্মানুষ্ঠান ও ধর্মাচার পর্যবেক্ষণ করলে যা দেখা যায় সেখানে রয়েছে-
i. একেশ্বরের চিন্তা
ii. বিভিন্ন অবতার ও বহু দেব-দেবীর উপাসনা
iii. পূজা-অর্চনার কথা
নিচের কোনটি সঠিক?
ঋগবেদে যে সকল দেব-দেবীর স্তুতি রয়েছে-
i. ইন্দ্র ও অগ্নি
ii. বায়ু ও উষা
iii. কার্তিক ও গনেশ
পরমেশ্বর যে দেবতাররূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মান্ডের সৃষ্টি, স্থিতি ও সংহার করেন-
i. ব্রহ্মা
ii. বিষ্ণু
iii. মহেশ্বর
যিনি পরমেশ্বরের জ্ঞানাদি শক্তির দ্বারা আবিষ্ট-
i. শ্রীচৈতন্য
ii. শ্রীরামকৃষ্ণ
iii. অক্ষরানন্দ
ভগবান বুদ্ধরূপে যার নৈতিক শিক্ষায় সকলকে উদ্বুদ্ধ করার প্রয়াসী হন-
i. অহিংসার
ii. সাম্য ও মৈত্রীর
iii. করুণার
ঈশ্বরের ক্ষেত্রে যা প্রযোজ্য-
i. তিনি সর্বশক্তিমান
ii. তিনি সর্বজ্ঞ,
iii. তিনি সর্বত্র বিরাজিত
মা-বাবার প্রতি যে কর্মটি সন্তানের কর্তব্য হয়ে দাঁড়ায়-
i. শ্রদ্ধা
ii. ভক্তি
iii. সেবাযত্ন
মানুষ সমাজের ভিন্ন ভিন্ন লোকের নিকট থেকে পেয়ে থাকে-
i. খাদ্য
ii. বস্ত্র
iii. চিকিৎসা
বানপ্রস্থ আশ্রমে স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে পারলেও তাঁদের জীবন চর্চায় সে আচরণের বিধান থাকে-
i. সংযম
ii. ত্যাগ
iii. নির্লোভ
দুপুর ব্যতীত বাকি দু বেলা সন্ন্যাসী যা সংগ্রহ করে স্বল্প পরিমাণে আহার করবেন-
i. দুধ
ii. ফল
iii. মধু
যা ত্যাগ করা হচ্ছে সন্ন্যাসের মূল প্রতিপাদ্য-
i. কর্মফলাসক্তি
ii. ভোগাসক্তি
iii. জীবনাসক্তি
আত্মোপলব্ধির জন্য যে মন বা চিত্তের প্রয়োজন-
i. শুদ্ধ
ii. স্থির
iii. প্রশান্ত
যা দ্বারা অভ্যন্তরীণ শৌচ লাভ হয়ে থাকে-
i. সৎ চিন্তা
ii. মৈত্রী
iii. দয়া
যা দ্বারা ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করা যায়-
i. দৃঢ় সংকল্প
ii. অভ্যাস
iii. পাণ্ডিত্য
যা যোগসাধনার অন্তরঙ্গ সাধন-
i. ধারণা
ii. ধ্যান
iii. সমাধি
'নবান্ন' উৎসবে কোন দেবীর পূজা করা হয়?