পৃথিবীতে মৎস্য, কূর্ম, বরাহ প্রভৃতি স্থূল দেহধারী জীবের মূর্তিতে অবতীর্ণ হয়ে তারা যে কর্মকান্ড করেন তাকে বলে-
বেদ প্রলয় পয়োধি জলে নিমগ্ন হলে কে মৎস্যরূপ ধারণ করে বেদ উদ্ধার করেন?
পৃথিবী জলগ্লাবিত হলে কূর্মরূপে ভগবান পৃথিবীকে কোথায় ধারণ করেন?
কর্মতত্ত্ব উপলব্ধি করেন কে?
বৈদিক সাহিত্য বলতে কত প্রকার ভিন্ন ধরনের সমষ্টি বোঝায়?
কাকে আশ্রয় করে হিন্দুধর্ম বিকশিত হচ্ছে?
স্মৃতিশাস্ত্রের প্রথম দু আশ্রমে যার পরিচয় মেলে-
আদিতে এ মহাবিশ্ব ছিল-
ভগবানের পূর্ণ অবতার কোনটি?
মৎস্য, বরাহ যে অবতার তা কোন ধরনের?
হরিভক্ত প্রহলাদকে কে রক্ষা করেন?
শাস্ত্র অনুযায়ী বর্তমান যুগকে কী বলা হয়?
"মোক্ষলাভের জন্য কর্ম ত্যাগের প্রয়োজন নাই" কে বলেছেন?
জীবনকে সার্থক করতে হিন্দুধর্মে কয়টি স্তরের কথা বলা হয়েছে?
ব্রহ্মচর্যাশ্রমে থেকে শিষ্যকে গুরুর নির্দেশে কেমন জীবনযাপনে অভ্যস্ত হতে হয়?
কোন যুগে সকাম কর্মের ফল হিসেবে স্বর্গলাভের কথা বলা হয়েছে?
সাধনার শেষ স্তর কোনটি?
শ্রীমদ্ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায়ে জ্ঞানীর কয়টি লক্ষণের উল্লেখ রয়েছে?
কার কর্মে বন্ধন থাকে না?
অবতার কয় পর্যায়ের হয়ে থাকে?