কর্ম ত্যাগ ও ভক্তি সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আমাদের অধ্যয়ন করতে হবে-
i. শ্রীমদ্ভগবদ্গীতা
ii. উপনিষদ
iii. বেদ
নিচের কোনটি সঠিক?
হিন্দুধর্মের অন্যতম বৈশিষ্ট্য-
i. একেশ্বরবাদ
ii. অবতারবাদ
iii. ঈশ্বর চৈতন্যময় সত্তা
ঋষিযজ্ঞের মাধ্যমে আমরা-
i. জ্ঞান অর্জন করি'
ii. নৈতিকতায় উদ্বুদ্ধ হই
iii. বৈরাগ্য জীবনযাপনে উৎসাহিত হই
অজিত সেন বানপ্রস্থ আশ্রমে জীবন কাটাচ্ছেন। তিনি নিজেকে নিমগ্ন রাখছেন-
i. সাধন-ভজনে
ii. জপ-ধ্যানে
iii. জ্ঞান ও নৈতিকতা অর্জনে
শাস্ত্রে মা জননীকে বলা হয়েছে-
i. আত্মতত্ত্ব
ii. পরমার্থ তত্ত্ব
iii. নির্বাণ তত্ত্ব
নিলয়ের কাজটি কেমন কর্ম?
নিলয়ের উক্ত কাজের আলোকে আমরা কীভাবে মোক্ষলাভ করতে পারি?
i. কর্মযোগে
ii. প্রাণীর সেবা করে
iii. নিষ্কাম কর্মের মাধ্যমে
বিজয়কে কী বলে আখ্যায়িত করা যাবে?
বিজয়ের কাছে ঈশ্বরের পরিচয় কী?
ভগবান বিষ্ণু কীরূপে আসবেন?
উত্তরূপে তিনি-
i. অত্যাচারীকে দমন করবেন
ii. ধর্ম প্রতিষ্ঠা করবেন
iii. সত্য পুনঃপ্রতিষ্ঠা করবেন
কর্মতত্ত্ব উপলব্ধি করেন কে?
বৈদিক সাহিত্য বলতে কত প্রকার ভিন্ন ধরনের সমষ্টি বোঝায়?
পণাতীর্থে প্রতিবছর কিসে বহুলোকের সমাগম হয়?
কাকে আশ্রয় করে হিন্দুধর্ম বিকশিত হচ্ছে?
আদিতে এ মহাবিশ্ব ছিল-
ভগবানের পূর্ণ অবতার কোনটি?
মৎস্য, বরাহ যে অবতার তা কোন ধরনের?
হরিভক্ত প্রহলাদকে কে রক্ষা করেন?
চতুরাশ্রমের প্রথম আশ্রম কোনটি?