তোমার পঠিত কোন কবিতায় উদ্দীপকের বিপরীত ভাব প্রকাশ পেয়েছে?
উক্ত বিপরীত ভাবটি কী?
উদ্দীপকের সবুজ কোন দিক থেকে 'রূপাই' কবিতার রুপাই চরিত্রের সঙ্গে তুলনীয়?
উদ্দীপকের সবুজ মিয়ার বাস্তবতা কবিতার রূপাইয়ের থেকে ভিন্ন—
i. বিরূপ পরিস্থিতির কারণেii. ভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের কারণেiii. কৃষক হিসেবে অসম্মানিত হওয়ায়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি 'রূপাই' কবিতার যে চরণ মনে করিয়ে দেয় তা হলো-
i. কচি ধানের পাতার মতো কচি দেহের মায়া
ii. কচি ধানের তুলতে চারা হয়ত কোনো চাষি
iii. মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি
রূপাইয়ের কীসের সৌন্দর্য উদ্দীপকের বর্ণনার সঙ্গে তুলনীয়?
'রূপাই' কবিতার রচয়িতা কে?
কোন কাব্যগ্রন্থ থেকে 'ৰূপাই' কবিতাটি নেওয়া হয়েছে?
কৰি জসীমউদ্দীনের 'নক্সী কাঁথার মাঠ' কোন শ্রেণির রচনা?
কোন কালিতে পৃথিবীর সমস্ত কেতাব লেখা হয়?
সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়েছে—
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষকের সবকিছু কেমন ?
রুপাই বেশ পারদর্শী কোন গানে?
কবির দৃষ্টিতে কৃষক সবার কাছে কেমন?
'রুপাই' কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা জানতে পারবে—
i. গ্রাম-বাংলার সৌন্দর্য সম্পর্কেii. গ্রামীণ কৃষকের শৈল্পিক রূপ সম্পর্কেiii. গ্রামীণ ইতিহাস সম্পর্কে
'রুপাই' কবিতাতে প্রকাশ পেয়েছে—
i. গ্রাম-বাংলার প্রকৃতির চিত্র
ii. কৃষকের সৌন্দর্য
iii. কৃষকের কর্মোদ্যোগ
কত সালে কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন?
কবি জসীমউদ্দীন-এর গ্রামের নাম কী?
কোন বিষয়ে কবি জসীমউদ্দীন এম.এ পাস করেন?
কর্মজীবনের শুরুতে জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন ?