'এক কালোতে ওরই নামে সব গাঁ হবে নামি— 'রুপাই' কবিতায় এ উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
রুপাইয়ের সবকিছু জয় করার হাতিয়ার হিসেবে কোনটিকে বিবেচনা করা যায়?
কবি রুপাইকে তুলনা করেছেন—
i. কালো ভ্রমরের সাথেii. রঙিন ফুলে রসাথে iii. কাঁচা ধানের পাতার সথে
নিচের কোনটি সঠিক?
রূপাইয়ের মুখের মায়া -
i. নবীন তৃণের ছায়া মিশ্রিত
ii. কাঁচা ধানের পাতার মতো
iii. জালি লাউয়ের ডগার মতো
চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। কারণ—
i. সে কর্মদক্ষ
ii. সে নিরাহংকারী
iii. সে পরোপকারী
গায়ের বুড়োরা রুপাইকে পাগাল লোহার সাথে তুলনা করার কারণ –
i. রূপাইয়ের তারুণ্যii. রূপাইয়ের কর্মদক্ষতাiii. রূপাইয়ের কর্মোদ্যম
নিচের কোনটিসঠিক?
রূপাইয়ের শরীর উজ্জ্বল হয় –
i. প্রকৃতির সংস্পর্শে থেকে
ii. শরীরের বিশেষ যত্ন নেওয়ায়
iii গ্রামের সংস্পর্শে থেকে
'রুপাই যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন?'- মন্তব্যটি নির্দেশ করে-
i. রূপাইয়ের কর্মোদ্যোগi. রূপাইয়ের রূপiii. রূপাইয়ের মানবিক গুণাবলি
পারস্পরিক সহযোগিতামূলক আচরণে রূপাই চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে ওঠে—
i. উদারতা। সহমর্মিতাiii. মহানুভবতা
'রূপাই' কবিতায় কচি ঘাস অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে?
বঙ্গাব্দের কোন মাসের নাম 'রুপাই' কবিতায় উল্লেখ করা হয়েছে?
'পদ-রজ' শব্দের অর্থ কী?
নৃত্যগীত শিক্ষা ও মল্লবিদ্যা অভ্যাসের স্থানকে কী বলা হয়?
কোন শব্দবদ্ধ দ্বারা 'রূপাই' কবিতায় রুপাইকে উপকারী হিসেবে দেখানো হয়েছে?
'রুপাই' কবিতায় 'শাল সুন্দি বেত' বলতে কী বোঝানো হয়েছে?
কোন গানে কারবালার শোকাবহ ঘটনার বিশেষ উল্লেখ থাকে?
'পাগাল' কী অর্থে ব্যবহার হয়েছে?
'অবগাহন' শব্দটির সমার্থক শব্দ হলো—
i. সিনান্ ii. গোসলiii. আবাহন
উদ্দীপকের বুধা 'রূপাই' কবিতার কোন চরিত্রের প্রতিভূ?
উক্ত প্রতিনিধিত্বকারী বৈশিষ্ট্য ছাড়াও কবিতাটিতে ফুটে উঠেছে রূপাইয়ের—
i. কালোরূপের মাহাত্ম্যii. সাংস্কৃতিক পরিচয়iii. কর্মদক্ষতা