মাটি অরণ্যের পানে চায়'- এই উক্তিটি দ্বারা কবি পরিবেশের কোন অবস্থাকে বুঝিয়েছেন?
কবি অরণ্য-কন্যাদের ভোগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন?
মর্মরে মর্মরে কী বেজে ওঠে?
জাগো তবে অরণ্য কন্যারা ' কবিতায় কার বুকে বহ্নি জ্বালা?
বৃক্ষের বহ্নিলালা কোথায় বাজে?
কবি সুফিয়া কামাল মুমূর্ষু ধরা প্রাণকে জাগ্রত করার আহ্বান জানিয়েছিলেন কাকে?
ফুলের ফসল আনো, খাদ্য আনো; ক্ষুধার্তের লাগি।'- কবি এখানে কাকে 'খাদ্য আনো' বলেছেন?
বৃক্ষ কার জন্য আনন্দ আনবে?
'প্রহর' বলতে কী বোঝানো হয়েছে?
উদ্দীপকটি 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতার কোন অবস্থাকে নির্দেশ করে?
উদ্দীপক এবং 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতায় উদ্ভূত সংকট নিরসনে করণীয়—
i. গাছের পরিচর্যা করা
ii. বৃক্ষরোপণ করা
iii. সচেতনতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ধূসরের ঊষরের কর তুমি অন্ত, শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত; উদ্ধৃতাংশের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটি?
'আজ আর প্রকৃতির দিকে তাকিয়ে সবুজ-শ্যামলিমা চোখে পড়ে না। কৃষক বৃষ্টির জন্য হা হুতাশ করে। উদ্দীপকের পরিস্থিতি থেকে মুক্তির ইঙ্গিত রয়েছে কোন কবিতায়?
প্রকৃতির বিপর্যয়ে কবি মানুষের মাঝে যে পরিবর্তন লক্ষ করেছেন তা হলো—
i. ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি
ii. প্রাণহীন স্নান মুখ
iii. বিবর্ণ ও ফ্যাকাশে চেহারা
কবি অরণ্য কন্যাদের জেগে উঠতে বলেছেন –
i. চারিদিকে সবুজ বৃক্ষের সমারোহ সৃষ্টির জন্য
ii. ফুলে ও ফসলে পৃথিবী ভরে তোলার জন্য
iii. মানুষের বিপন্ন অস্তিত্ব রক্ষার জন্য
ম্লান শব্দের অর্থ কী?
'ক্ষরিছে' শব্দের অর্থ কী?
পল্লব শব্দের অর্থ কী?
'কঙ্কণ' শব্দের অর্থ কী?
'নয়ন' শব্দটির অর্থ কী?