'পড়ে পাওয়া' গল্পে নরহরি বোষ্টমের ডোবায় কী ডাকছে?
'পড়ে পাওয়া' গল্পে ব্যাঙ ডাকছে কোথায়?
'পড়ে পাওয়া' গল্পে কিশোরদের দলের সর্দার কে?
কিশোরদের মিটিং বসেছিল কার নির্দেশ মতো?
মিটিংয়ের প্রথম ও শেষ প্রস্তাবটি কী ছিল?
ফটিক ছিল পাড়ার বালকদের সর্দার। খেলার মাঠে সে-ই ছেলেদের নেতৃত্ব দেয়। এখানে ফটিকের সাথে 'পড়ে পাওয়া' গল্পের কার সাদৃশ্য রয়েছে?
'ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দিকি'— কী কারণে?
কার হুকুম অমান্য করার সাধ্য ছেলেদের নেই?
বিধুর হুকুম অমান্য করার সাধ্য লেখকদের ছিল না। কারণ বিধু ছিল—
কার হাতের লেখা ভালো?
বাবু, ইদিরভীষণ কার নাম?— উক্তিটিতে নাম বিকৃত করা হয়েছে কার?
'পড়ে পাওয়া' গল্পে কালোমতো লোকটি চলে যায়—
কালোমতো রোগা লোকটি বাক্সটিকে নিজের বলে দাবি করার কারণ কী?
দরজায় সাহায্যপ্রার্থী দেখে যদি বাড়ির মালিক তাকে সাথে সাথে বিদায় করে দেন তবে 'পড়ে পাওয়া' গল্প অনুসারে একে কী বলা যায়?
'যাবার সময় সে শাসিয়ে গেল'- কে শাসিয়ে গেল?
নদীর চরে ছোট ছোট বাড়িঘর কাদের?
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'সিডর' আঘাত হানে সাতক্ষীরাসহ উপকূলবর্তী এলাকাগুলোতে। সাতক্ষীরার জমির মুন্সি এ ঘূর্ণিঝড়ে সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছে। জমির মুন্সির সাথে 'পড়ে পাওয়া' গল্পের কার মিল রয়েছে?
কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল?
'পড়ে পাওয়া' গল্পে লেখকের বাবা কী সামনে নিয়ে জমাজমির হিসাব দেখছিলেন?
চণ্ডীমণ্ডপে একটা লোক এলো কখন?