কথক টিনের বাক্সটি ফেরত দিতে চান কেন?
i. ধর্মের কথা ভেবে
ii. অদ্ভুত পরিবর্তন আসায়
iii. গরিবের দুর্দশার কথা ভেবে
নিচের কোনটি সঠিক?
'দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম।'—উক্তিটিতে বালকদের চরিত্রের যে দিকটি প্রকাশ পায় -
i. বিবেচনাবোধ
ii. নৈতিকতাবোধ
iii. ঐক্য চেতনা
বিধুর নির্দেশনামতে গোপন বৈঠকের কারণ হলো—
i. বাক্সটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ
ii. বাক্সের টাকা ভাগাভাগি করা
iii. বাক্স ফেরত দেওয়ার ব্যবস্থা গ্ৰহণ
কিশোররা টিনের বাক্সের প্রকৃত মালিককে খুঁজতে –
i. গ্রামে বাড়ি বাড়ি খোঁজ নিয়েছিল
ii. চিরকুটে লিখে নদীর ধারে গাছে গাছে বেলের আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল
iii. নিজেরাই বুদ্ধি বের করেছিল
কালোমতো রোগা লোকটি বাক্স সম্পর্কে উল্টোপাল্টা বলেছিল কারণ—
i. সে ভড়কে গিয়েছিল
ii. বাক্স তার ছিল না
iii. অন্ধকারে ঢিল ছুড়লে যদি মিলে যায়
‘ওর মতো কত লোক আসবে'- এর দ্বারা বোঝানো হয়েছে -
i. ভণ্ড লোকদের
ii. সাধুদের
iii. প্রতারকদের
সেবার নদীতে আসা বন্যাকে 'ভীষণ বন্যা' বলার কারণ হলো-
i. পটোল-কুমড়ো-লাউয়ের আবাদ ভেসে গেল
ii. খড়ের চালাঘর ভেসে গেল
iii. অম্বরপুর চরের কাপালিরা সর্বস্বান্ত হয়ে গিয়েছে বলে
বন্যার কারণে অম্বরপুর চরের কাপালিরা হয়ে পড়ল -
i. নিরাশ্রয়
ii. সর্বস্বান্ত
iii. নিঃস্ব
নিচের কোনটি সঠিক ?
বিধুর মধ্যে যেসব গুণের সমাবেশ লক্ষ করা যায় তার অন্যতম –
i. বুদ্ধিমত্তা
ii. বিবেচনাবোধ
iii. নেতৃত্বগুণ
'পড়ে পাওয়া' গল্পটি পাঠ করে শিক্ষার্থীর মধ্যে সৃষ্টি হবে—
i. নৈতিক চেতনা
ii. কর্তব্যপরায়ণতা
iii. সততা
‘পড়ে পাওয়া' গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হলো—
i. কিশোরদের সততা
ii. বিচক্ষণতা
iii. বয়োজ্যেষ্ঠদের প্রতি ভালোবাসা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম —
i. মুরাতিপুর গ্রামে
ii. পিত্রালয়ে
iii. মাতুলালয়ে
একদিন নিখিল বিদ্যালয়ে একটি ছাতা কুড়িয়ে পায়। ছাতাটি তার পছন্দ হওয়ায় সে তা ব্যবহার করে। 'পড়ে পাওয়া' গল্পের মর্ম অনুযায়ী নিখিলের কাজটি ছিল –
i. অন্যায়প্রসূত
ii. ন্যায়সংগত
iii. লোভতাড়িত
তিশার সাথে ‘পড়ে পাওয়া গল্পে কোন চরিত্রটির সাদৃশ্য রয়েছে?
‘পড়ে পাওয়া’ গল্পের বন্ধুদের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে?
শিশির চরিত্রে ‘পড়ে পাওয়া' গল্পের কোন চরিত্রের মিল লক্ষ করা যায়?
যে কারণে মিলের প্রসঙ্গটি যৌক্তিক মনে হয়, উভয়ই –
i. লোভের পরিচয় দিয়েছে
ii. মিঠাই খাবার কথা ভেবেছে
iii. দুজনে ভাগ করে নেওয়ার কথা ভেবেছে
'পড়ে পাওয়া' গল্পের মহাজন কে বা কারা ?
উদ্দীপক ও গল্পের মূল প্রেরণা-
i. দায়িত্বশীলতা
ii. মানবিকতা
iii. কর্তব্যনিষ্ঠা
উদ্দীপকের চিত্রকল্পটি 'পড়ে পাওয়া' গল্পের কোন ঘটনার সঙ্গে অধিকতর নৈকট্যপূৰ্ণ ?