লোকপ্রবাদ অনুযায়ী কত চক্রে ভগবান ভূত?
'ভাব ও কাজ' প্রবন্ধে 'দশচক্রে ভগবান ভূত' – এই প্রবাদ বাক্যের 'দশচক্র' প্রতীকটি কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে?
ডাবের দাস হলে আমাদের কোনটি অবশ্যম্ভাবী?
নজরুলের মতে, ভাবকে নিজের কী হিসেবে তৈরি করে নিতে হবে?
'ভাব ও কাজ' রচনা অনুযায়ী জীবনকে গড়ে তোলার জন্য কী করতে হবে ?
যারা অগ্র-পশ্চাৎ বিবেচনা ছাড়াই কাড়া করে 'ভাব ও কাজ' রচনার আলোকে তাদের পরিচয় হতে পারে-
কাজী নজরুল ইসলাম ভাবের ঘরে কী করতে নিষেধ করেছেন?
কে একনাগাড়ে ছয় মাস ঘুমাত?
'ভাব ও কাজ' প্রবন্ধে লেখক দেশের উন্নতি ও মুক্তির জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন?
'ভাব' জিনিসটা―
i. মানসিক প্রেরণা
ii. কাজের প্রারম্ভিক আয়োজন
iii. কল্পনার বাস্তব রূপ
নিচের কোনটি সঠিক?
হাজার খানেক স্কুল-কলেজের ছাত্র বের হয়ে এসেছিল-
i. আত্মত্যাগের উন্মাদনায়
ii. সাময়িক উত্তেজনায়
iii. উচ্ছ্বাসে তাড়িত হয়ে
অরণ্য অসৎ বন্ধুর পান্নায় পড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। 'ভাব ও কাজ' প্রবন্ধের আলোকে বলা যায় এর মধ্য দিয়ে অরণ্য তার স্পিরিট কে--
i. অপবিত্র করেছে
ii. অপমান করেছে
iii. নষ্ট করেছে
'ভাব ও কাজ' প্রবন্ধ অনুসারে যুবসমাজকে বলা যায়
i. দেশের প্রাণশক্তি
ii. ভবিষ্যৎ কর্ণধার
iii. আশা-ভরসার কেন্দ্রবিন্দু
ত্যাগী ব্যক্তিগণ বর্তমানে ত্যাগের উৎসাহ হারিয়ে ফেলেছেন
i. ত্যাগী কর্মীর অভাবে
ii. তথাকথিত কর্মীদের অশুভ তৎপরতার কারণে
iii. নিজের সম্মান হারানোর ভয়ে
আত্মার শক্তির অপব্যবহারের ফলে -
i. মনুষ্যত্বের অপমান হয়
ii. দেশের অমঙ্গল হয়
iii. অশুভ শক্তির জয় হয়
'মশগুল' অর্থ কী?
‘বদ-খেয়াল' বলতে লেখক কী বুঝিয়েছেন?
'দাদ' শব্দের অর্থ কী?
‘লা-পরওয়া’ শব্দের অর্থ কী?
'পুয়াল' শব্দের অর্থ কী?