মানচিত্রের ব্যবহৃত প্রতীক কী দ্বারা নির্দেশিত হয়?
সাধারণত মানচিত্রকে কয় ভাগে ভাগ করা হয়?
স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
'A' স্থানের নাম কী?
স্থানীয় সময় একই হতে পারে-
মানচিত্রটি কোন ধরনের?
ক্যাডাস্টাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিংয়ের মালিকানা সীমা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয়?
আমাদের দেশের শহরের পরিকল্পনার মানচিত্রগুলো কোন মানচিত্রের অন্তর্ভুক্ত?
অথবা, শহর পরিকল্পনা মানচিত্র কোন মানচিত্রের অন্তর্ভুক্ত?
আমাদের গ্রামের মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্রের উদাহরণ?
টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের অপর নাম কী ?
সাধারণত প্রাকৃতিক বিষয়ক মানচিত্রে কোন ধরনের উপাদান দেখতে পাওয়া যায়?
ভগ্নাংশ আকারে দেওয়া স্কেলে লম্ব রাশি দিয়ে কী বোঝায়?
বর্তমান যুগে কোথা থেকে ছবি তোলার মাধ্যমে প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের নবযুগের সূচনা হয়?
বাংলাদেশে সাধারণত কোন স্কেলটি অনুসরণ করা হয়?
দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোথায় ব্যবহার করার জন্য?
ভূচিত্রাবলি মানচিত্রকে ইংরেজিতে কী বলে?
মানচিত্রের কার্যের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
কোন স্থানে কোন জিনিস/বস্তু আছে তার ওপর ভিত্তি করে কোন ধরনের মানচিত্র তৈরি করা হয়?