মানচিত্রে যদি ১ঃ১০০,০০০ লেখা থাকলে আমরা কী বুঝতে পারি?
সকল মানচিত্রেই কোন সীমারেখা বিদ্যমান?
প্রাকৃতিক মানচিত্রে সমতল ও নিম্নভূমিকে বোঝানো হয় কোন রং দিয়ে?
মানচিত্রের বিভিন্ন বলয় বোঝানো হয়-
i. রং দিয়ে
ii. ছবি দিয়ে
iii. সংকেত দিয়ে
নিচের কোনটি সঠিক?
মানচিত্রে উপস্থাপনের জন্য খুবই প্রয়োজনীয়-
i. শিরোনাম ও দিক
ii. প্রতিভূ অনুপাত ও স্কেল
iii. সূচক ও সীমানা
পুরো পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা দিয়ে ভাগ করা হয়েছে?
৩৬০° দ্রাঘিমা সমান কত মিনিট?
কত ডিগ্রি অক্ষাংশ বরাবর কল্পিত বৃত্তকে মহাবৃত্ত বলা হয়?
১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট?
প্রতি ডিগ্রি দ্রাঘিমা ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত মিনিট?
পৃথিবী কোন দিক থেকে ঘুরছে?
পৃথিবী আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে অর্থাৎ সূর্য এবং সে স্থানের কোণ ০° হলে তখন ঐ স্থানকে কী বলে?
সূর্য যখন কোনো একটি স্থানের ঠিক মাথার উপর আসে তখন সেখানে কোণের পরিমাণ কত?
আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কী বলে?
বাংলাদেশ থেকে কোন দিকের দেশগুলোতে পরে সকাল হয়?
কোন দেশের মধ্যভাগের দ্রাঘিমারেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে কী বলে?
বাংলাদেশ যুক্তরাজ্যের কোন দিকে অবস্থিত?
কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে?
গ্রিনিচ কত ডিগ্রি দ্রাঘিমারেখায় অবস্থিত?
গ্রিনিচের প্রমাণ সময় থেকে বাংলাদেশের প্রমাণ সময়-