১ ঘণ্টার জন্য দ্রাঘিমার পার্থক্য কত ডিগ্রি?
একটি স্থানের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং অপর একটি স্থানের দ্রাঘিমা, ৭০° পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?
কোন স্থানের দ্রাঘিমা ৪০° পূর্ব হলে উক্ত স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?
কোনো স্থানের ঘড়িতে যদি দুপুর ১২টা হয় সেই স্থান থেকে ১০ ° পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
জমি মাপার ক্ষেত্রে কোন মানচিত্র ব্যবহৃত হয়?
কোনো স্থানের গ্লোবাল অবস্থান জানার সহজ উপায় কোনটি?
কোন স্থানের ঘড়িতে যদি দুপুর ১২টা সেই স্থান থেকে ১০° পূর্বে অবস্থিত স্থানের সময় কত হবে?
টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
কোন মানচিত্র ব্যবহার করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে?
জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
৩০° দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান কত ঘণ্টা?
আগের দিনে কিসের উপর মানচিত্র অওকন করা হতো?
৩° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে?
মানচিত্রে কী ব্যবহার করা হয়?
টপোগ্রাফিক মানচিত্রের নবযুগের সূচনা হয় কীভাবে?
প্রতিভূ অনুপাতের ইংরেজি সংক্ষিপ্ত রূপ কোনটি?
মূল মধ্যরেখা হতে ১০° পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান—
কিসের ভিত্তিতে প্ৰমাণ সময় একাধিক হতে পারে?
কানাডাতে প্রমাণ সময় কয়টি?
মানচিত্রে সাধারণত কোন দিক নির্দেশ করা থাকে?