পৃথিবী কোন তারিখে অপসূর অবস্থানে থাকে?
দক্ষিণ গোলার্ধ যখন শীতকাল উত্তর গোলার্ধে তখন কোন কাল?
কোন দিন সুমেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি ঝুঁকে থাকে?
উত্তর গোলার্ধে কখন দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়?
ঋতু পরিবর্তনের কারণ—
i. সূর্যের তাপের পার্থক্য
ii. পৃথিবী গোলাকার এ কারণে
iii. পৃথিবীর আবর্তন পথ উপবৃত্তাকার তাই
নিচের কোনটি সঠিক?
পৃথিবী যখন 'A' অবস্থানে আসে তখন বাংলাদেশে কোন ঋতু বিরাজ করে?
'B' অবস্থানে পৃথিবীর কোন রেখা বরাবর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়?
দেয়াল মানচিত্র কোথায় ব্যবহারের জন্য তৈরি করা হয়?
মূল মধ্যরেখা থেকে ৫° পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে?
সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র?
সুমনের গ্রামের মানচিত্রে ভূমির জন্য কোন রং ব্যবহার করা হবে?
যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি?
রবিন মানচিত্রে মসজিদ, মন্দির, খেলার মাঠ ও নদী দেখতে পেল, কিন্তু জমির কোনো সীমা পেল না ৷
রবিনের দেখা মানচিত্রটি কোন শ্রেণির?
১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট ?
মানচিত্রের ৫ সে.মি. এর জন্য ভূমিতে হবে কত কিলোমিটার?
এই মানচিত্রে স্কেল ব্যবহারের কারণ হলো-
i. রাজস্ব আদায়
ii. মালিকানা নির্ধারণ
iii. প্রাকৃতিক বর্ণনা
৮০° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে-
ব্যক্তিজীবনে কোন মানচিত্রের গুরুত্ব অধিক?
স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত ঘণ্টা?
A স্থানে শীতকাল বিরাজ করলে C স্থানে কোন ঋতু পরিলক্ষিত হবে।