পৃথিবীর আহ্নিক গতি কোথায় সবচেয়ে কম?
i. উত্তর মেরুতে
ii. দক্ষিণ মেরুতে
iii. নিরক্ষরেখায়
নিচের কোনটি সঠিক?
পৃথিবীর আহ্নিক গতি অনুভূত না হওয়ার কারণ—
i. পৃথিবীর তুলনায় আমরা অতি ক্ষুদ্র
ii. পৃথিবীর সামনে কোনো বস্তু না থাকায়
iii. পৃথিবী এবং এর বায়ুমণ্ডল সমানতালে আবর্তন করছে তাই
আহ্নিক গভিন্ন ফলাফল হলো—
i. দিনরাত্রি সংঘটন
ii. বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের সৃষ্টি
iii. দিনরাত্রি বৃদ্ধি পায়
পৃথিবীর আহ্নিক গতির ফলে দিক পরিবর্তন হচ্ছে-
i. বায়ুপ্রবাহের দিক পরিবর্তন
ii. সমুদ্রস্রোতের দিক পরিবর্তন
iii. আলো ও শব্দের দিক পরিবর্তন
প্রতি ৪ বছরে একদিন বাড়িয়ে ৩৬৬ দিনে বছর গণনা করা হয়। সুতরাং আমরা বুঝতে পারি-
i. প্রতি ৪ বছর পর পৃথিবীর আবর্তনকাল ১ দিন বেড়ে যায়
ii. সময় গণনার সুবিধার জন্য এরূপ করা হয়
iii. পৃথিবীর গতির হিসাব ঠিক রাখার জন্য এরূপ করা হয়
দিন রাত্রি সমান হয়-
i. ২১ জুন
ii. ২১ মার্চ
iii. ২৩ সেপ্টেম্বর
সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় -
ii. ২৩ সেপ্টেম্বর
iii. ২১ মার্চ
বার্ষিক গতি না থাকলে কী অবস্থার সৃষ্টি হতো?
i. দুই গোলার্ধের বিভিন্ন অংশের তাপমাত্রার ভিন্নতা থাকত না
ii. ঋতু পরিবর্তিত হতো না
iii. দিনরাত হতো না
পৃথিবীর যে বার্ষিক গতি আছে তা কী দেখে বোঝা যায়—
i. নক্ষত্রের আপাত গতি দেখে
ii. আকাশে সূর্যের পরিবর্তিত অবস্থান দেখে
iii. বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি দেখে