অভিবাসনের ফলে-
i. জনসংখ্যা হ্রাস-বৃদ্ধি পায়
ii. উন্নয়নের ধারা পরিবর্তন হয়
iii. সামাজিক মান পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
কোনো দেশের একটি নির্দিষ্ট বছরের মৃত্যুবরণকারী মোট জনসংখ্যা ৬,২০০ জন। দেশটির ঐ বছরের মধ্যকালীন জনসংখ্যা ১,২৪,০০০ জন। ঐ বছরের স্থূল মৃত্যুহার কত?
পদ্মার ধারে অবস্থিত গোধূলীপুর গ্রাম। ঐ গ্রামেই বসবাস করত শামীম। গত বছর নদীভাঙনের কারণে তার বাড়ি-ঘর ভেঙে যাওয়ায় সে পাবনা শহরে এসে নতুন করে বসবাস শুরু করে ।
উদ্দীপকের শামীমের অভিবাসনটি কী কারণে ঘটেছে?
বান্দরবান এলাকায় জলসংখ্যা খুবই কম। এর কারণ—
i. মৃত্তিকা
ii. জলবায়ু
iii. ভূ-প্রকৃতি নিচের
কোনটি সঠিক?
জনসংখ্যার বণ্টনের কোনটি অপ্রাকৃতিক প্রভাবক ?
কানাডায় স্থায়িভাবে বসবাস করার উদ্দেশ্যে হাবীব পরিবারের সদস্যদের নিয়ে কানাডায় পাড়ি জমায়। এ বিষয়টি নিচের কোনটি সমর্থন করে?
মোট জনসংখ্যার আদর্শ অনুপাতের ভারসাম্য নষ্ট হলে কী দেখা দেয়?
i. জনাকীর্ণতা
ii. জনস্বল্পতা
iii. জনশূন্যতা
কত বছর বয়সের জনসংখ্যাকে কর্মক্ষম জনসংখ্যা হিসেবে ধরা হয়?
২০১১ সালে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
সুদূর অতীতকাল থেকে ১৬৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কী বলে?
গ্রামের মানুষের সামাজিক অবস্থা কী দ্বারা নির্ধারিত হয়?
জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ স্বল্প থাকলে তাকে কী বলে?
কৃষিখাতে নিয়োজিত শ্রমিক কত শতাংশ?
বিশ্বের জনসংখ্যার শতকরা কত ভাগ শহরে বাস করে?
নারীদের প্রজনন ক্ষমতার সময়সীমা হলো?
জনসংখ্যার বণ্টনের কোনটি অপ্রাকৃতিক প্রভাবক?
উন্নয়নশীল দেশে কোন শ্রেণির জনসংখ্যা অনুপাতে বেশি?
পৃথিবী উষ্ণায়নের ফলে একই দেশের মানুষ অন্য অঞ্চলগোল কী হবে?
কামালপুর গ্রামের জনসংখ্যা ১০,০০০ জন এবং আয়তন ১০ বর্গকিলোমিটার। এ গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত হবে?
জনসংখ্যার তুলনায় আয়তন বড় হলে জনসংখ্যার ঘনত্ব কী রকম হবে?