জোয়ারভাটার সৃষ্টির কারণ হলো—
i. সূর্যের তাপে পানি বাষ্প হয় বলে
ii. পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ বলের কারণে
iii. চাঁদ ও সূর্যের আকর্ষণের কারণে
নিচের কোনটি সঠিক?
জোয়ারভাটার ফলে—
i. ভূপৃষ্ঠ থেকে আবর্জনাসমূহ নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে পড়ে
ii. নদীর মোহনায় পলি জমতে পারে না
iii. সৃষ্ট স্রোতের সাহায্যে নদীখাত গভীর হয়
সমুদ্রের জল তরল বলে-
i. ফুলে ওঠে
ii. নেমে যায়
iii. জোয়ার হয়
কক্সবাজার উপকূলীয় এলাকায় যেসব সামুদ্রিক সম্পদ পাওয়া যায় তা হলো-
i. মোনাজাইট
ii. রিওটাইল
iii. লিউকক্সেন
মানচিত্রে 'Q' চিহ্নিত অঞ্চল থেকে 'R' চিহ্নিত অঞ্চলে অভিগমনের কারণ-
i. কর্মসংস্থানের অভাব
ii. নদীভাঙন
iii. সামাজিক ও সাম্প্রদায়িক বৈষম্য
মানচিত্রে 'P' চিহ্নিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ-
i. ভূমির বন্ধুরতা
ii. অনুন্নত যোগাযোগ ব্যবস্থা
iii. অনুন্নত কৃষি ব্যবস্থা
বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
অথবা, বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে সাধারণভাবে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?