কক্সবাজারে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রযোজ্য—
i. তারা শরণার্থী
ii. তারা উদ্বাস্তু
iii. এখানে বলপূর্বক অভিবাসন ঘটেছে
নিচের কোনটি সঠিক?
কোনটি বিকর্ষণমূলক কারণ হিসেবে অভিবাসনের ক্ষেত্রে ভূমিকা রাখে?
ভুনিমস্থ পানি অধিক ব্যবহারের ফলে-
i. ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে
ii. পানি দূষিত হচ্ছে
iii. লোনা পানি তলদেশে প্রবেশ করছে
জন্মহারের ভিন্নতা দেখা যায়-
i. শিক্ষা
ii. বৈবাহিক অবস্থ
iii. রোগ ও দুর্ঘটনা
অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি?
জনসংখ্যার ঘনত্ব ও বণ্টনের প্রভাবক কত প্রকার?
জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি নির্ভর করে—
i. জন্মহারের উপর
ii. মৃতহারের উপর
iii. অভিবাসন দ্বারা
জনসংখ্যার পিরামিড-এর বৈশিষ্ট্য—
i. ভূমি অক্ষে সাল
ii. উল্লম্ব অক্ষে বয়স
iii. অনুভূমিক অক্ষে নারী পুরুষ
জেলার নামজনসংখ্যাআয়তন (বর্গ কি. মি.)পটুয়াখালী২১,২০,৫৮০২২৪৪
জেলার নাম
জনসংখ্যা
আয়তন (বর্গ কি. মি.)
পটুয়াখালী
২১,২০,৫৮০
২২৪৪
উপরিউক্ত ছক অনুযায়ী পটুয়াখালী জেলার জনসংখ্যার ঘনত্ব কত?
১৬৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় কত ছিল?
একটি নির্দিষ্ট বছরে X গ্রামের মোট জনসংখ্যা ছিল ৩২০ জন। তাদের মধ্যে ১৫–৪৫ বছর বয়সি নারী ছিল ৮০ জন। ঐ বছর মোট ২৪ জন শিশু জন্মগ্রহণ করে । গ্রামটির সাধারণ জন্মহার কত?
জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে কিসের ওপর সরাসরি প্রভাব পড়ে?
প্রাণীর আবাসস্থল সংকোচনের কারণ কী?
মনে কর বৎসরের মাঝামাঝিতে লাওসের জনসংখ্যা ১০,৫০,০০,০০০ জন এবং এক বছরে মোট জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ৪০,৬০,০০০ জন। লাওসের স্থূল জন্মহার কত?
উদ্দীপকে বর্ণিত বাংলাদেশ থেকে ভারতে গমন প্রকৃতি অনুযায়ী কোন ধরনের অভিবাসন?
কোনো দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতে ভারসাম্যপূর্ণ লোকসংখ্যাকে কী বলে?
২০১৫ সালে পৃথিবীর মোট জনসংখ্যা এসে দাঁড়িয়েছে কত বিলিয়নে?
জনসংখ্যার ঘনত্বের জন্য দায়ী—
i. মৃত্তিকা
ii. সাংস্কৃতিক
iii. উপকূলবর্তী অঞ্চল
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায়—
i. বাল্যবিবাহ চালু রাখা
ii. নারীদের কর্মমুখী করা
iii. পুত্র ও কন্যা উভয় সন্তানকে প্রাধান্য দেওয়া
অভিবাসন কত প্রকার?