কী সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি হয়?
৬০° দক্ষিণ অক্ষাংশ থেকে এন্টার্কটিকা হিমভাগ পর্যন্ত কোন মহাসাগরের অবস্থান?
সমুদ্রে কোথায় পানির ঘনত্ব বেশি?
মহীঢাল খুব একটা প্রশস্ত নয় কেন?
কোন অবস্থার মহীঢালে জীবজন্তুর দেহাবশেষ, পলি প্রভৃতির অবক্ষেপণ দেখা যায় ৷
একটি মহাদেশকে বেষ্টন করে আছে কোন মহাসাগর ?
পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোন দিকে অবস্থিত?
পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য আহরণ ক্ষেত্র কোনটি?
গভীরতম কোনটি?
শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়?
গভীর সমুদ্রখাত অধিক পাওয়া যায় কোন মহাসাগরে?
জোয়ার-ভাটার ফলে—
i. আবর্জনাসমূহ সাগরে গিয়ে পড়ে
ii. জলবায়ুর পরিবর্তন হয়
iii. বাণিজ্যের সুবিধা হয়
নিচের কোনটি সঠিক?
সমুদ্রের গভীরতার সাথে সম্পর্কিত –
i. তাপমাত্রা
ii. লবণাক্ততা
iii. সমুদ্রস্রোত
প্রশান্ত মহাসাগর সম্পর্কিত তথ্যটি হলো—
i. আয়তন ১৬ কোটি ৬০ লক্ষ কি.মি.
ii. গড় গভীরতা ৪.২৭০ মিটার
iii. আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী
মেরু অঞ্চলে সমুদ্রের বরফের গলনে—
i. জলারাশি স্ফীত হয়
ii. লবণাক্ততার পরিমাণ হ্রাস পায়
iii. সমুদ্রস্রোতের সৃষ্টি হয়
ভারত মহাসাগর কোন মহাদেশ দ্বারা পরিবেষ্টিত -
i. এশিয়া
ii. ইউরোপ
iii. আফ্রিকা
সমুদ্র স্রোতের কারণ হলো-
i. বায়ুপ্রবাহ
ii. পৃথিবীর অবস্থান
iii. শৈলশিলার অবস্থান
সমুদ্র সমতল থেকে যত উপরে যাওয়া যায় বায়ুর-
i. ঘনত্ব বৃদ্ধি পায়
ii. তাপমাত্রা হ্রাস পায়
iii. ঘনত্ব কমে যায়
রুমা বই পড়ে যা জেনেছে, সেখানের সমুদ্রে কোন ধরনের স্রোতের সৃষ্টি হয়?
উক্ত স্রোতের বৈশিষ্ট্য—
i. এ স্রোতের প্রভাবে শীতের পরিমাণ বৃদ্ধি পায়
ii. উচ্চ অক্ষাংশের শীতল অংশ থেকে আসে বলে শীতল স্রোত
iii: পানি শীতল ও ভারী বলে অন্তঃপ্রবাহ রূপে প্রভাবিত হয়