পানিতে শব্দ তরঙ্গের বেগ কত?
সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
মহাসাগরটির নাম কী?
মহাসাগরটি অবস্থিত—
i. আফ্রিকা মহাদেশে
ii. এশিয়া মহাদেশে
iii. আমেরিকা মহাদেশে
নিচের কোনটি সঠিক?
আলিফ গ্রুপের ব্যবহৃত মহাসাগরের গড় গভীরতা কত?
উক্ত মহাসাগরের পূর্ব ও পশ্চিম তীরে অবস্থিত-
i. ইউরোপ
ii. আফ্রিকা
iii. আমেরিকা
ফ্যাদোমিটারের সাহায্যে কোনটি পরিমাপ করা হয়?
সমুদ্রের তলদেশের ভূমিরূপকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
পৃথিবীর মহাদেশসমূহের চারিদিকে স্থলভাগের যে অংশে অল্প ঢালু হয়ে পানির মধ্যে নেমে গেছে এরূপ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে কী বলে?
পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত?
মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার?
মহীসোপান কত ডিগ্রি কোশে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে?
মহীসোপানের গড় প্রশস্ততা কত?
মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে কী বলে?
মহীসোপানের বিস্তৃতি কীসের ওপর নির্ভর করে?
পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোন দিকে অবস্থিত?
মহীসোপানের দ্বিতীয় বৃহত্তম উত্তর অংশ কোথায় অবস্থিত?
আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থান কী?
কোথাকার পূর্ব ও পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সরু?