সমুদ্রে অগভীর নগ্নচড়ার সৃষ্টি হয়-
1. উষ্ণ স্রোতের কারণে
ii. শীতল স্রোতের কারণে
iii. উষ্ণ ও শীতল স্রোত মিলিত হলে
নিচের কোনটি সঠিক?
গভীর সমুদ্রের সমভূমির বৈশিষ্ট্য হলো-
। এখানে প্রচুর শৈলশিরা লক্ষ করা যায়।
ii. এখানে বহু আগ্নেয়গিরির অবস্থান পরিলক্ষিত হয়
iii. এখানে পাললিক শিলা গঠিত হয়
নিচের কোনটি সঠিক
নিমজ্জিত শৈমশিরার বৈশিষ্ট্য হলো-
i. এখন লাভা সঞ্চিত হয়
ii. এখানে সামুদ্রিক প্লেটের সংঘর্ষ ঘটে
iii. এখানে সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত
জোয়ার-ভাটার প্রভাব-
i. গভীর নদীখাতের সৃষ্টি হয়
ii. জোয়ারের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন হয়
iii. মোহনায় পলি ও আবর্জনা দেখা যায় না
উষ্ণ সমুদ্রস্রোতের কারনে-
i. বৃষ্টিপাত হয়
ii. কুয়াশা সৃষ্টি হয়
iii. বন্দর সচল থাকে
আটলান্টিক মহাসাগরের বৈশিষ্ট্য—
i. বরফে আচ্ছন্ন থাকে
ii. ভগ্ন উপকূলবিশিষ্ট
iii. অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে