সলিনয়েডের তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করলে-
i. মেরুদ্বয় পাল্টে যাবে
ii. বলরেখাগুলোর অভিমুখ বিপরীতমুখী হবে
iii. লোহার দন্ডটি চুম্বকত্ব হারাবে
নিচের কোনটি সঠিক?
তড়িৎ প্রবাহবাহী তারের সৃষ্ট চৌম্বক ক্ষেত্র বলরেখার সাথে তারের অবস্থান-
i. লম্ব বরাবর
ii. সমান্তরাল
iii. 90° কোণে
তড়িৎ মোটরে অতিরিক্ত উপাংশ যোগ করা হয়-
i. ক্ষমতা বৃদ্ধি করার জন্য
ii. মসৃণতা বৃদ্ধি করার জন্য
iii. মসৃণতা কমানোর জন্য
আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায়-
i. তার কুন্ডলীর পাক বা প্যাঁচের সংখ্যা বাড়িয়ে
ii. চুম্বককে বা তার কুন্ডলীকে আস্তে আস্তে আনা-নেওয়া করে
iii. চুম্বকের মেরু শক্তি হ্রাস করে
তড়িৎ চৌম্বক আবেশের সাহায্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করা যায়-
i. চুম্বক এবং কুন্ডলীকে স্থির রেখে
ii. তারকুন্ডলীর পেঁচের সংখ্যা বৃদ্ধি করে
iii. চুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করে
কোন প্রক্রিয়া বা কার্যধারায় তড়িচ্চালক শক্তি উৎপন্ন হয়-
i. কোনো তার কুণ্ডলীর ভিতর কোনো চুম্বক স্থির রাখলে
ii . কোনো চৌম্বক ক্ষেত্রে কোনো তার কুন্ডলী ঘুরালে
iii. কোনো স্থির তার কুণ্ডলীর চারদিকে কোনো চুম্বক ঘুরালে
Stepup Transformer ব্যবহৃত হয়-
i. Voltage হ্রাসের জন্য
ii. তড়িতের অপচয় রোধের জন্য
iii. তড়িৎ প্রবাহ হ্রাসের জন্য
অবরোহী ট্রান্সফর্মারের ক্ষেত্রে-
i. গৌণ কুন্ডলীতে পাক সংখ্যা কম থাকে
ii. গৌণ কুণ্ডলীতে বিভব পার্থক্য কম হয়
iii. বৈদ্যুতিক খুঁটিতে বসানো থাকে
ভিসিপিতে ব্যবহার করা হয়-
i. স্টেপ ডাউন ট্রান্সফর্মার
ii. অবরোহী ট্রান্সফর্মার
iii. আরোহী ট্রান্সফর্মার
উক্ত বিক্ষেপের মান নির্ভর করে-
i. ব্যাটারির EMF এর ওপর
ii. কত দ্রুত চৌম্বকক্ষেত্রের পরিবর্তন ঘটছে তার ওপর
iii. কয়েলের পাকসংখ্যার ওপর