একটি ট্রান্সফরমারের মুখ্যকুন্ডলীর পাকসংখ্যা 50 এবং তড়িৎ প্রবাহ 5.4. গৌণকুন্ডলীর পাকসংখ্যা 500 হলে গৌণকুন্ডলীর তড়িৎ প্রবাহ কত হবে?
একটি পাহাড় থেকে 20 m দূরে দাঁড়িয়ে একটি লোক জোড়ে চিৎকার করল। তখন বায়ুর তাপমাত্রা ছিল 15 °C। লোকটি কতক্ষণ পরে প্রতিধ্বনি শুনতে পাবে?
দৈর্ঘ্য প্রসারণ সহগ (α) ক্ষেত্র প্রসারণ সহগ (β) এবং আয়তন প্রসারণ সহগ (γ) এর মধ্যে সম্পর্ক কোনটি?
যদি সকল রোধ শ্রেণি সন্নিবেশে সংযুক্ত করা হয় তবে বর্তনীর প্রবাহ-
i. হ্রাস পাবে
ii. বৃদ্ধি পাবে
iii. অপরিবর্তীত থাকবে
নিচের কোনটি সঠিক?
বল বেয়ারিং কোথায় ব্যবহৃত হয়?
একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ 0.05 m, ভার্নিয়ার সমপাতন 6 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm. দণ্ডটির দৈর্ঘ্য কত?