একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ 0.05 m, ভার্নিয়ার সমপাতন 6 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm. দণ্ডটির দৈর্ঘ্য কত?
পূর্ণদৈর্ঘ্য প্রতিবিম্ব দেখার জন্য আয়না লক্ষ্যবস্তুর কত অংশ হতে হবে?
একটি ট্রান্সফরমারের মুখ্যকুন্ডলীর পাকসংখ্যা 50 এবং তড়িৎ প্রবাহ 5.4. গৌণকুন্ডলীর পাকসংখ্যা 500 হলে গৌণকুন্ডলীর তড়িৎ প্রবাহ কত হবে?
ভূ-পৃষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কিরূপ শক্তি সঞ্চিত হবে?
বায়ুর তাপমাত্রা 30°C হলে কূপের গভীরে শব্দ পৌঁছাতে কত সময় লাগবে?
এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের শতকরা কত ভাগ-