ভূ-পৃষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কিরূপ শক্তি সঞ্চিত হবে?
একটি পাহাড় থেকে 20 m দূরে দাঁড়িয়ে একটি লোক জোড়ে চিৎকার করল। তখন বায়ুর তাপমাত্রা ছিল 15 °C। লোকটি কতক্ষণ পরে প্রতিধ্বনি শুনতে পাবে?
দৈর্ঘ্য প্রসারণ সহগ (α) ক্ষেত্র প্রসারণ সহগ (β) এবং আয়তন প্রসারণ সহগ (γ) এর মধ্যে সম্পর্ক কোনটি?
মুখ্য কয়েলে তড়িৎ প্রবাহ 12 amp হলে গৌণ কয়েলের প্রবাহ কত হবে?
গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত?
যদি সকল রোধ শ্রেণি সন্নিবেশে সংযুক্ত করা হয় তবে বর্তনীর প্রবাহ-
i. হ্রাস পাবে
ii. বৃদ্ধি পাবে
iii. অপরিবর্তীত থাকবে
নিচের কোনটি সঠিক?