চৌম্বক বলরেখার ক্ষেত্রে-
i. এরা কখনও পরস্পরকে ছেদ করে না
ii. বলরেখার সংখ্যা বাড়লে চৌম্বক ক্ষেত্রের শক্তি বাড়বে
iii. এর দিক বাম হাতের নিয়ম দিয়ে বের করা যায়
নিচের কোনটি সঠিক?
চৌম্বকক্ষেত্রের সবলতা বাড়ানো যায়-
i. তড়িৎপ্রবাহ বৃদ্ধি করে
ii. কুণ্ডলীর পাকসংখ্যা বাড়িয়ে
iii. কুণ্ডলীর দৈর্ঘ্য ও বেধ বাড়িয়ে
বিশেষ চৌম্বকীয় ধর্ম আছে-
i. লোহার
ii. কোবাল্টের
iii. নিকেলের
সলিনয়েডের চৌম্বকক্ষেত্রের সবলতা নির্ভর করে-
i. তড়িৎ প্রবাহের উপর
ii. সলিনয়েডের পাকসংখ্যার উপর
iii. তড়িৎ প্রবাহের দিকের উপর
তাড়িত চৌম্বক আবেশ পরীক্ষায় ব্যবহৃত গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ-
i. চুম্বক প্রবেশ ও বের করানোর সময় পরস্পর বিপরীত দিকে হয়
ii. চুম্বক প্রবেশ ও বের করানোর সময় সমমুখী হয়
iii. কুণ্ডলীকে চুম্বক থেকে সরিয়ে নিলে বিপরীত দিকে হয়
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর পাকসংখ্যা, গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা অপেক্ষা বেশি হলে-
i . এটি স্টেপ-ডাউন ট্রান্সফর্মার
ii. এর প্রাইমারি প্রবাহ, সেকেন্ডারি প্রবাহ অপেক্ষা কম
iii. এর প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ অপেক্ষা বেশি
ns এর মান কত?
ট্রান্স ফর্মারটি ব্যবহার করা যাবে-
i. টিভি চালাতে
ii. বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে
iii. দূর দূরান্তে তড়িৎ প্রেরণে
ট্রান্সফর্মারটির ক্ষেত্রে সম্পর্কিত তথ্য হলো-
i. এর মুখ্য ও গৌণ কুণ্ডলীর বিভবের অনুপাত 1:4
ii. এর গৌণ কুণ্ডলীর বিভব মুখ্য কুণ্ডলীর চারগুণ
iii. এর মুখ্য কুন্ডলীর প্রবাহ গৌণ কুণ্ডলীর চারগুণ