1 kg বরফের তাপমাত্রা 1 K বৃদ্ধি করতে কত তাপ লাগবে?
50g ভরের বস্তুর তাপমাত্রা 80°C বৃদ্ধি করতে 1520 J তাপশক্তি প্রয়োগ করতে হলে, বস্তুটির আপেক্ষিক তাপ কত?
তাপধারণ ক্ষমতার একক কী?
পাত্রে রক্ষিত কিছু পানির তাপ ধারণ ক্ষমতা 6090 J K-1 হলে পানির ভর কত?
কোনো একটি 1kg ভরের বস্তুর তাপমাত্রা । K বাড়াতে যে তাপ লাগে, তার তাপমাত্রা 10 K বাড়াতে কতগুণ তাপের প্রয়োজন হয়?
তামা, সীসা এবং রুপার আপেক্ষিক তাপের সমষ্টি কত?
4 kg ভরের কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 2000 J K-1 হলে এর আপেক্ষিক তাপ কত?
1 kg লোহার তাপমাত্রা । K বাড়াতে কত তাপের প্রয়োজন?
30°C তাপমাত্রার 1 kg বিশুদ্ধ পানির তাপমাত্রা 1°C বাড়াতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে?
25 °C তাপমাত্রার পানি এবং 60°C তাপমাত্রার পানিকে মিশ্রিত করলে নিচের কোনটি ঘটবে?
10g পানির তাপমাত্রা 1 K বাড়াতে কত তাপের প্রয়োজন?
2 kg ভরের পানির তাপমাত্রা 50°C বৃদ্ধি করতে কী পরিমাণ তাপশক্তির প্রয়োজন?
- 5 °C তাপমাত্রায় 2 kg বরফ গলে 0 °C তাপমাত্রার পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ কত?
এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 K বাড়াতে কত তাপের প্রয়োজন?
75°C তাপমাত্রার 2 liter পানিতে 20°C তাপমাত্রার 1 letter পানি যোগ করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত?
অসম তাপমাত্রার দুটি বস্তু তাপীয় সংস্পর্শে থাকলে বেশি তাপমাত্রার বন্ধু কোনটি করে?
চাপ কম হলে কোনটি কমে যায়?
নিচের কোনটির চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়?
চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করেও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে?
তাপ ও তাপমাত্রার ক্ষেত্রে-
i. 1 ক্যালরি = 2.4 জুল
ii. তাপমাত্রা হচ্ছে শক্তির একটি বিশেষ নির্দেশক
iii. আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে তাপের একক ছিল ক্যালরি
নিচের কোনটি সঠিক?