একটি তামার দণ্ডের তাপমাত্রা 100°C বৃদ্ধি করায় যদি এর শেষ দৈর্ঘ্য 10.0167 m হয়, তাহলে তারটির আদি দৈর্ঘ্য কত ছিল? [ দৈর্ঘ্য প্রসারণ সহগ α = 16.7 × 10-6 K-1 ]
20 °C তাপমাত্রায় একটি রেল লাইনের দৈর্ঘ্য 10 m হলে, 40 °C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? [রেল লাইনের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 × 10-6K-1]
1500 g সীসার তাপমাত্রা 70°C বাড়াতে কত জুল তাপের প্রয়োজন হবে? সীসার তাপ 130 JK-1 kg-1.
পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যবহার করা হয়-
i. বৈদ্যুতিক বর্তনীর তারে
ii. বাল্বের ফিলামেন্টে
iii. অ্যালকোহল থার্মোমিটারে
নিচের কোনটি সঠিক?
কঠিন পদার্থের ক্ষেত্রে-
i. কণাগুলো খুব কাছাকাছি থাকে
ii. কণাগুলোর মাঝে তীব্র আকর্ষণ বল কাজ করে
iii. কণাগুলো পাত্রের আকার ধারণ করে
হিমাঙ্ক হলো-
i. 0°C
ii. 273.16 K
iii. 32°F
সুহৃদ একটি বাটিতে পানি নিয়ে টেবিলের উপর রেখে দু'দিন পর দেখল যে, বাটিতে পানি নেই। এ প্রক্রিয়াকে কী বলে?
i. বাষ্পায়ন
ii. স্ফুটন
iii. ঘনীভবন
বাষ্পায়নের ক্ষেত্রে লক্ষণীয়-
i. শূন্যস্থানে বাষ্পায়নের হার সর্বাধিক
ii. উদ্বায়ী তরলের বাষ্পায়নের হার সর্বোচ্চ
iii. বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধিতে বাষ্পায়নের হার বেড়ে যায়
কোনো বস্তুর তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছে যাওয়ার পরে যত তাপই দেওয়া হোক না কেন তাপমাত্রা বাড়ে না, কারণ-
i. এই তাপ আসলে বস্তুর অবস্থান্তর ঘটাতে কাজে লাগে
ii. এই তাপ আসলে পরিবেশে নষ্ট হয়ে যায়
iii. এই তাপ আসলে বস্তুর অণুগুলোর বন্ধন ছিন্ন করতে প্রয়োজনীয় শক্তি প্রদান করে