কয়টি নিয়ামকের উপর স্বতঃবাষ্পায়ন নির্ভর করে?
চাপ কমলে বাষ্পায়নের হার কেমন হয়?
আপেক্ষিক তাপ কোনটির উপর নির্ভরশীল?
কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
সকল বস্তুর ভর সমান হলে এবং তাপমাত্রা 1 k কমাতে চাইলে নিচের কোন বস্তু বেশি তাপ হারাবে?
0°C তাপমাত্রার 1 kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণতি করতে কী পরিমাণ তাপ লাগবে?
তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সফল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে কি বলে?
100 গ্রাম পানির তাপমাত্রা 30°C থেকে 35 °C পর্যন্ত উঠাতে কী পরিমাণ তাপের প্রয়োজন?
কোনটির উপর তরলের বাষ্পায়ন নির্ভর করে?
যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরলের স্ফুটন হয়, তাকে ঐ তরলের কী বলে?
বায়ুতে কম পরিমাণ জলীয় বাষ্প থাকলে বাষ্পায়নের হার-
আপেক্ষিক তাপ কী?
আপেক্ষিক তাপের একক কোনটি?
তাপের একককে ভরের একক দিয়ে ভাগ করলে কিসের একক পাওয়া যায়?
সুপ্ততাপ কোনটির পরিবর্তন ঘটায়?
তামার আপেক্ষিক তাপ 400 Jkg-1 'K-1 হলে 5 kg তামার তাপধারণ ক্ষমতা কত?
10 kg ভরের একটি বস্তুর তাপধারণ ক্ষমতা 4000 J K-1 হলে, বস্তুটির আপেক্ষিক তাপ কত?
রুপার আপেক্ষিক তাপ 230 J kg-1K-1 হলে 5 kg রুপার তাপধারণ ক্ষমতা কত?
পানির আপেক্ষিক তাপ কত?