একটি পুকুরের তলদেশে চাপ 2.94 × 104+ Pa হলে এই পুকুরের গভীরতা কত?
চাপের একক -
i. Nm2-
ii. প্যাসকেল
iii. Nm-2
নিচের কোনটি সঠিক?
প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির প্রয়োগ রয়েছে-
i. হাইড্রোলিক মেশিনে
ii. মাটি খনন কাজে ব্যবহৃত মেশিনে
iii. সমুদ্রে শত্রুর ডুবোজাহাজের অবস্থান নির্ণয়ে
তরল পদার্থের কোন বিন্দুতে চাপের মান নির্ভর করে-
i. তরলের ঘনত্বের উপর
ii. তরলের পরিমাণের উপর
iii. তরলের উচ্চতার উপর
বায়ুমণ্ডলের চাপ-
i. ভূপৃষ্ঠ থেকে উপরের উচ্চতায় কম থাকে
ii. বায়ুর ঘনত্ব বৃদ্ধির সাথে হ্রাস পায়
iii. বায়ুস্তরের ওজনের বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়
ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে বুঝতে হবে-
i. আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে
ii. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে
iii. ঐ স্থানে নিম্নচাপের সৃষ্টি হবে
বায়ুমন্ডলীয় চাপ নির্ভর করে-
i. বায়ুমণ্ডলের উচ্চতার উপর
ii. বায়ুর ঘনত্বের উপর
iii. বায়ুর আয়তনের উপর
মানুষ বেশি উচ্চতায় উঠলে-
i. শ্বাস প্রশ্বাসে আরাম হয়
ii. শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়
iii. নাক দিয়ে রক্ত পড়তে পারে
তীর ধনুকের তারকে টেনে রাখলে সৃষ্টি হয়-
i. বিভব শক্তি
ii. সাম্য বল
iii. পীড়ন
আয়তাকার পাত্রে আবদ্ধ তরলের ক্ষেত্রে চাপ সর্বোচ্চ হয়-
i. তরলের উপরিতলে
ii. তরলের ঠিক মধ্য বিন্দুতে
iii. তরলের নিম্ন তলে
প্লাজমা-
i. পদার্থের চতুর্থ অবস্থা
ii. কণাগুলো তড়িৎ আধান বহন করে
iii. কণাগুলোর নির্দিষ্ট আকার ও আয়তন নেই