একটি অসম বস্তুর আয়তন 3 cm3 ও ভর 10.3g হলে ঐ বস্তুর ঘনত্ব কত?
i. 3.433 gm cm
ii. 30.9 kg m-3
iii. 3.433 × 103 kg m-3
নিচের কোনটি সঠিক?
বন্ধুর ঘনত্বের ক্ষেত্রে:
i. বায়ুর ঘনত্ব 1.29 kgm-3
ii. হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে কম
iii. সঞ্চয়ী কোষে ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব 1.5 × 103 kgm-3 থেকে 1.3 × 103 kgm-3
প্লবতা হলো-
i. বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজন
ii. লব্ধি উর্ধ্বমুখী বল
iii. Vρg
বস্তুর ওজন W1, প্লবতা W2 এবং বস্তু তরলে ভাসলে-
i. W1 > W2 হতে পারে
ii. W2 > W1 হতে পারে
iii. W1 = W2 হতে পারে
প্যাসকেলের সূত্র প্রযোজ্য-
i. কঠিন পদার্থের ক্ষেত্রে
ii. তরল পদার্থের ক্ষেত্রে
iii. বায়বীয় পদার্থের ক্ষেত্রে
ভূ-পৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায়-
i. বায়ুমণ্ডলের ওজন তত বৃদ্ধি পায়
ii. বায়ুর ঘনত্ব তত হ্রাস পায়
iii. বায়ুর চাপ তত হ্রাস পায়
কোন স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন ঘটে, কারণ -
i. বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের হ্রাস বৃদ্ধি
ii. বায়ুর তাপমাত্রার পরিবর্তন
iii. বায়ুর ঘনত্বের পরিবর্তন
স্থিতিস্থাপক সীমার মধ্যে-
i. পীড়ন বিকৃতির সমানুপাতিক
ii. পীড়ন ও বিকৃতির অনুপাত ধ্রুব
iii. পীড়ন বিকৃতির ব্যস্তানুপাতিক
প্লাজমার ক্ষেত্রে বলা যায়-
i. অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস
ii. কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা অবস্থার সৃষ্টি হয়
iii. বড় উৎস হচ্ছে সূর্য
লোকটির ওজন কত?
পানির ঘনত্ব কেরোসিনের ঘনত্বের কত গুণ?
কাঠের-
i. ঘনত্ব 500 kg.m-3
ii. ওজন অপসারিত তরলের ওজনের সমান
iii. সমুদ্রে ডুবে থাকবে 48.5%
পানির ঘনত্ব 1000 kgm-3 হলে পানির ভর কত হবে?
পুকুরে আবদ্ধ পানির কোন অংশের উপর চাপ প্রয়োগ করলে কী ঘটবে?
কাঠের টুকরাটির উপরিতলে পানির চাপ কত?
তরলের ঘনত্ব কত?
পাত্রের মুক্ততলে 20 N চাপ প্রয়োগ করা হলে তা-
i. পানির সর্বত্র সুষম চাপ প্রয়োগ করবে
ii. পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে
iii. শুধুমাত্র পাত্রের তলায় চাপ প্রয়োগ করবে
গোলকটি দ্বারা অপসারিত পানির ওজন কত?
উক্ত গোলকটির-
i. ঘনত্ব 500 kg m-3
ii. হারানো ওজন 49 N
iii. উপর প্লবতার মান 0.98 N
বস্তুটির ওজন কত?