এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে?' (কাঠের ঘনত্ব ρ=0.4 × 103 kg/m3 ও পানির ঘনত্ব ρw=103 kg/m3)
এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে? (কাঠের ঘনত্ব 500 kg/m3, পানির ঘনত্ব 1000 kg/m3)
400g ভরের একটি 400 cm3 আয়তনের বস্তুকে পানিতে ছেড়ে দিয়ে কী হবে?
প্যাসকেলের সূত্র কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য?
একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 10 cm2 ও 350 cm2। ছোট পিস্টনে 100 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে?
কোনো বন্ধ তরলে বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছোট পিস্টনের 10 গুণ। ছোট পিস্টনে 2000 Pa চাপ প্রয়োগ করলে বড় পিস্টনে কত চাপ অনুভূত হবে?
বলবৃদ্ধিকরণ নীতি অনুসারে দুটি সিলিন্ডারের ব্যাসের অনুপাত 1 : 4 হলে বলের অনুপাত কত হবে ?
একটি হাইড্রলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 5 cm2 ও 25 cm2। ছোট পিস্টনে 100 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে?
বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?
সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ কত পারদ স্তম্ভের চাপের সমান?
এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের শতকরা কত ভাগ-
৪০ মিটার গভীরে অবস্থিত 10 kg ভরের একটি মাছের উপর কত বায়ুর চাপ ক্রিয়া করবে?
এভারেস্ট পর্বতশৃঙ্গের উপর বায়ুমণ্ডলীয় পারদ চাপ কত হবে?
পৃথিবীর পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ 960 mm পারদ চাপ হলে, এভারেস্ট পর্বতশৃঙ্গে বায়ুমন্ডলীয় চাপ কত হবে?
বায়ুমন্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের - বলা হয়?
একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ক্ষেত্রফল 1.5 m2 এবং বায়ুমণ্ডল তার দেহের উপর 1.5 × 105 N বল প্রয়োগ করলে পূর্ণবয়স্ক মানুষের চাপ কত?
ব্যারোমিটারের উচ্চতার পরিবর্তন দেখে আমরা কী বুঝতে পারি?
ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে নিচের কোনটি বাড়তে থাকে?
পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্কে কোনটি?
সমআয়তনের বন্ধু তিনটিকে উক্ত তরলে ছেড়ে দিলে তাদের অবস্থান চিত্রে দেখানো হলো। A বস্তুটির 60% তরলে নিমজ্জিত অবস্থায় আছে। A বন্ধুর ঘনত্ব 600 kg m-3 চিত্রের বস্তুগুলোর ক্ষেত্রে-
i. A বস্তুর ভর > A বস্তু কর্তৃক অপসারিত পানির ভর
ii. B ও C বস্তুর হারানো ওজন সমান
iii. B বস্তুর ঘনত্ব 1000 kg m-3
নিচের কোনটি সঠিক?