রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সকলের যে বিষয়টি জানা একান্ত আবশ্যক-
i. আইনের বৈশিষ্ট্য
ii. ব্যক্তিস্বাধীনতার
iii. আইনের শাসনের গুরুত্ব
নিচের কোনটি সঠিক?
আইন বলতে বোঝায়-
i. যা মানুষের ভুল সংশোধন করে
ii. সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে
iii. যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে
আইনের দ্বারা রাষ্ট্রের সম্পর্ক নির্ণয় করা হয়-
i. ব্যক্তির সাথে ব্যক্তির
ii. ব্যক্তির সাথে রাষ্ট্রের
iii. রাষ্ট্রের সাথে রাষ্ট্রের
আইন হলো কতকগুলো-
i. প্রথা
ii. রীতিনীতি
iii. নিয়মকানুনের সমষ্টি
যেটি ব্যতিরেকে কোনো বিধিবিধান আইনে পরিণত হয় না-
i. রাষ্ট্রীয় অনুমোদন
ii. রাষ্ট্রীয় স্বীকৃতি
iii. রাষ্ট্রীয় মর্যাদা
যাদের ক্ষেত্রে আইন সমানভাবে প্রযোজ্য-
i. নারী-পুরুষ
ii. ধনী
iii. দরিদ্র
আইনের শ্রেণিবিভাগ হলো-
i. সরকারি
ii. বেসরকারি
iii. আন্তর্জাতিক আইন
আন্তর্জাতিক আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়—
i. বিভিন্ন রাষ্ট্র পরস্পরের সাথে কেমন আচরণ করবে
ii. এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের নাগরিকদের সাথে কেমন ব্যবহার করবে
iii. কীভাবে আন্তর্জাতিক সমস্যা সমাধান করা যাবে
আইনের অন্যতম উৎস-
i. মনীষীদের বাণী
ii. ধর্মীয় অনুশাসন
iii. ধর্মগ্রন্থ
জনমতের সাথে সংগতি রেখে বিভিন্ন দেশের আইনসভা-
i. আইনের অপব্যবহার করে
ii. নতুন আইন প্রণয়ন করে
iii. পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে
আইনের শাসনের অর্থ হচ্ছে—
i. কেউ আইনের ঊর্ধ্বে নয়।
ii. ধনীরা আইনের ঊর্ধ্বে
iii. সবাই আইনের অধীন